চোরা শিকারীদের উপদ্রব, বাইক্কা বিলে কমেছে পরিযায়ী পাখি
মফস্বল ডেস্ক :শীতের শুরু থেকেই পরিযায়ী পাখিদের কলকাকলীতে মুখর হয়ে উঠত মৌলভীবাজারের বাইক্কা বিল। কিন্তু, তীব্র খাদ্য সংকটের পাশাপাশি বিলের ওপর মানুষের নানামুখি চাপে এ বছর এখনও আসেনি পরিযায়ী পাখি। তবে শীত আরও জেঁকে বসলে পাখি আসবে বলে আশা সংশ্লিষ্টদের।বাংলাদেশে পর