যেভাবে পরিচ্ছন্ন নগর হলো রাজশাহী
প্রতিদিনই রাজশাহী সিটি করপোরেশনের বাসাবাড়িতে গিয়ে বাঁশিতে ফুঁ দেন পরিচ্ছন্নতাকর্মীরা। বাঁশি পেয়ে গৃহস্থালি বর্জ্য নিয়ে বাইরে বের হন বাসাবাড়ির লোকজন। এরপর এসব বর্জ্য এনে নগরের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে (এসটিএস) এনে ফেলেন তাঁরা। সেখান থেকে আরেক দল কর্মী তা ম