কাঁচাপাকা আমনের হলুদাভ সবুজ শীষে দুলছে কৃষকের রঙিন স্বপ্ন
ভোলার তজুমদ্দিনে কাঁচাপাকা আমনের হলুদাভ সবুজ শীষে দুলছে কৃষকের রঙিন স্বপ্ন। বাড়িতে ব্যস্ততা কিষাণীদের। অপেক্ষা কেবল নতুন ফসল ঘরে তোলার। বাংলাদেশ ধান গবেষণা ইনষ্টিটিউটের উদ্ভাবিত ব্রি-৮৭ ধান চাষে চমক সৃষ্টি করেছেন স্থানীয় কৃষকরা। কম খরচে ও স্বল্প সময়ে ভালো