• ঢাকা
  • |
  • শনিবার ৭ই বৈশাখ ১৪৩১ দুপুর ১২:১৬:১১ (20-Apr-2024)
  • - ৩৩° সে:

পর্তুগালের হেড কোচের দায়িত্বে রবার্তো মার্টিনেজ


মঙ্গলবার ১০ই জানুয়ারী ২০২৩ বিকাল ০৩:৩২



পর্তুগালের হেড কোচের দায়িত্বে রবার্তো মার্টিনেজ

পর্তুগালের নতুন কোচ রবার্তো মার্টিনেজ। ছবি : সংগৃহীত

স্পোর্টস ডেস্ক :

কাতার বিশ্বকাপে মরক্কোর কাছে হেরে কোয়ার্টার-ফাইনাল থেকে ছিটকে যায় পর্তুগাল। তবে কেবল মাঠের পারফরম্যান্সই নয় ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে তিক্ত সম্পর্কের পর সরে যেতে হয় কোচ ফের্নান্দো সান্তোসকে। এবার তার স্থলাভিষিক্ত হলেন বেলজিয়াম দলের সাবেক কোচ রবার্তো মার্টিনেজ। ইতোমধ্যে তিনি আনুষ্ঠানিক যোগদান করেছেন দেশটির কোচ হিসেবে।

এদিকে বিশ্বকাপে ব্যর্থতার পর থেকে নতুন কোচের খোঁজে ছিল পর্তুগাল। অন্যদিকে বেলজিয়াম কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার পর নিজে থেকেই দায়িত্ব ছেড়ে দেন মার্টিনেজ। এবার তাকেই রোনালদোদের কোচ হিসেবে নিয়োগ দিলো কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ২০১৬ সালে বেলজিয়ামের কোচের দায়িত্ব নিয়েছিলেন মার্টিনেজ। তার অধীনে রাশিয়া বিশ্বকাপে তৃতীয় হয়েছিলো বেলজিয়াম। ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানও দখল করেছিলো দেশটি।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ