• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই চৈত্র ১৪৩০ সন্ধ্যা ০৬:০২:১৪ (29-Mar-2024)
  • - ৩৩° সে:

সোসিয়েদাদকে হারিয়ে কোপা দেল রে’র সেমিতে বার্সা


বৃহঃস্পতিবার ২৬শে জানুয়ারী ২০২৩ দুপুর ১২:০০



সোসিয়েদাদকে হারিয়ে কোপা দেল রে’র সেমিতে বার্সা

ছবি : সংগৃহীত

স্পোর্টস ডেস্ক :

কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালে রিয়াল সোসিয়েদাদকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। প্রথমার্ধেই ১০ জনের দলে পরিণত হওয়ার ধাক্কা সামলে উঠতে পারল না সোসিয়েদাদ। ওসমান দেম্বেলের একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে জাভি হার্নান্দেজের শিষ্যরা।

বার্সেলোনার ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে আতিথ্য দেয় রিয়াল সোসিয়েদাদকে। ম্যাচের শুরু থেকেই বল দখলের পাশাপাশি আক্রমণেও আধিপত্য করা বার্সেলোনা প্রথমার্ধে বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও জালের দেখা পায়নি। কাতালুনিয়ার জায়ান্টরা মুহুর্মুহু আক্রমণ শানাতে থাকলেও একের পর এক গোল মিসের মিছিলে শামিল হয় ডি জং, দেম্বেলে, গাভি, পেদ্রি ও লেভানদোভস্কিরা। ম্যাচের ৯ম মিনিটে এগিয়ে যাওয়ার সহজ সুযোগ মিস করেন দেম্বেলে, একা গোলরক্ষককে পেয়েও গোল করতে ব্যর্থ হন এই ফরাসি তারকা।

ম্যাচের ১১ তম মিনিটে লেভানদোভস্কির দুর্দান্ত শটে বল জালে জড়ালেও অফসাইডে থাকা ডি জং এর পিঠে লাগায় গোলটি বাতিল হয়। বিপরীতে, ম্যাচের ৩০ মিনিটে পাল্টা আক্রমণে আসা সোসিয়েদাদের মিডফিল্ডার মেরিনের জোড়ালো শট পোস্টে লেগে ফিরে আসে।

এর মাঝেই ম্যাচের ৪০ মিনিটে সার্জিও বুস্কেটসকে বাজেভাবে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন সোসিয়েদাদের মিডফিল্ডার ব্রাইস মেন্দেস। প্রথমার্ধে গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় দু’দল।

দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে জুলস কুন্দের পাস ধরে ডান দিক দিয়ে ক্ষিপ্র গতিতে বক্সে ঢুকে দুরূহ কোণ থেকে জোড়ালো শটে দলকে এগিয়ে নেন দেম্বেলে। গোলরক্ষক বলে হাত ছোঁয়ালেও রুখতে পারেননি।

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৯ ম্যাচ জয়ের আত্মবিশ্বাসে মাঠে নামা সোসিয়েদাদ পরে কয়েকটি সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারেনি। যার ফলে, ১-০ গোলের জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে জাভির শিষ্যরা।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ