• ঢাকা
  • |
  • শুক্রবার ১২ই বৈশাখ ১৪৩১ রাত ০৩:০১:৩৭ (26-Apr-2024)
  • - ৩৩° সে:

০৫:৩১ পিএম, ০৮ জানুয়ারী ২০২৩


ক্যাটাগরি

বাংলাদেশ
রাজনীতি
সারাদেশ

জানুয়ারির মধ্যে ইভিএম প্রকল্প পাস না হলে ব্যালটে ভোট: ইসি


রবিবার ৮ই জানুয়ারী ২০২৩ বিকাল ০৫:৩১



জানুয়ারির মধ্যে ইভিএম প্রকল্প পাস না হলে ব্যালটে ভোট: ইসি

ছবি সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রায় অর্ধেক আসনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে ভোট করার সিদ্ধান্তের কথা জানিয়েছিল নির্বাচন কমিশন। বলেছেন, প্রকল্পের অর্থ প্রাপ্তিসাপেক্ষে সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম ব্যবহার করবো বলে আমরা বলেছিলাম। এক্ষেত্রে প্রকল্প পাস না হলে আমাদের কাছে বর্তমানে যা আছে তাই দিয়েই ভোট করবো। ’ 

রোববার (৮ জানুয়ারি) দুপুরে নিজ কার্যালয়ে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা এই কথা জানিয়েছেন। 

রাশেদা সুলতানা বলেন, ইভিএম প্রকল্প খুব একটা এগিয়েছে বলে মনে হয় না। এটা আসলে খুব বেশি এগোয়নি। প্রকল্পের অর্থ প্রাপ্তিসাপেক্ষে সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম ব্যবহার করবো বলে আমরা বলেছিলাম। আমার জানা মতে, ৭০ থেকে ৮০টি আসনে ইভিএম ব্যবহার করার মতো আমাদের সক্ষমতা আছে। বর্তমানে কী অবস্থায় আছে জানি না। 

তিনি বলেন, ‘মধ্য জানুয়ারির মধ্যে নতুন প্রকল্প পাস না হলে ব্যালটে যেতে হবে। সেই প্রস্তুতিও নিতে হবে। সময়মতো হলে তো ভালো। না হলে যা আছে তা নিয়েই করবো। ’  

গত ফেব্রুয়ারিতে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর তারা ঘোষণা দেয় আগামী নির্বাচনে ইভিএমে ভোট করতে চায়। তবে এজন্য নতুন করে ইভিএম কিনতে হবে। যদিও তাদের প্রস্তাব পাস এখনও হয়নি।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ