• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই বৈশাখ ১৪৩১ সকাল ০৬:০৩:০৪ (19-Apr-2024)
  • - ৩৩° সে:

ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনায় আবারও বড় আকারের ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার


মঙ্গলবার ৬ই ডিসেম্বর ২০২২ বিকাল ০৩:০৮



ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনায় আবারও বড় আকারের ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার

ছবি : সংগৃহীত

ইউক্রেনে আবারও বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির বিভিন্ন বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে মুহুর্মুহু মিসাইল ছুড়েছে রুশ বাহিনী। এতে বন্ধ হয়ে গেছে অনেকগুলো পাওয়ার স্টেশন। বিশেষ করে পূর্ব ও দক্ষিণাঞ্চলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু এলাকা। এ হামলায় ২ জন মারা গেছেন। খবর হিন্দুস্তান টাইমসের।

খবরে বলা হয়েছে, সোমবার (৫ ডিসেম্বর) ইউক্রেনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এর ফলে ইউক্রেনের দক্ষিণ-পূর্বে বাড়িঘর ধ্বংস হয়েছে এবং বিদ্যুৎ বিভ্রাট হয়েছে।

কিয়েভ দাবি করেছে, ৬০ থেকে ৭০ টি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে তাদের স্থাপনায়। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে দুটি এয়ারক্রাফট। হামলার কারণে প্রতিবেশী মলদোভার বিদ্যুৎ সংযোগও বিপর্যস্ত হয়েছে। রাশিয়ার নিক্ষেপ করা ৭০টিরও বেশি ক্ষেপণাস্ত্রের মধ্যে ৬০টির বেশি তারা ভূপাতিত করেছে বলে দাবি কেই হয়।

এদিকে মস্কো দাবি করেছে, ১৭টি টার্গেটে মিসাইল ছুড়েছে তারা। প্রায় দু’সপ্তাহ আগে ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রগুলো লক্ষ্য করে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল রাশিয়া। সেবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল লাখ লাখ মানুষ।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ