• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই বৈশাখ ১৪৩১ বিকাল ০৪:৫৫:২১ (19-Apr-2024)
  • - ৩৩° সে:

‘মিশন হেক্সা’ জয়ে সাম্বা গায়ক জুনিনহো এখন কাতারে


মঙ্গলবার ২২শে নভেম্বর ২০২২ দুপুর ০১:০৭



‘মিশন হেক্সা’ জয়ে সাম্বা গায়ক জুনিনহো এখন কাতারে

ছবি : সংগৃহীত

২০০২ সালের বিশ্বকাপ জয়ের পর ২০ বছর পেরিয়ে গেলেও কাঙ্ক্ষিত হেক্সা জয় মিশন আর ছুঁতে পারেনি সেলেসাওরা। তাইতো সেই বিশ্বকাপের স্মৃতি আবারো ফিরিয়ে আনতে চায় টিম ম্যানেজমেন্ট। দেশটির জনপ্রিয় সাম্বা গায়ক জুনিনহোকে কাতারে আনা হয়েছে গান গেঁয়ে খেলোয়াড়দের মনোবল বৃদ্ধির জন্য। টিম ম্যানেজমেন্টের আশা, জুনিনহো’র গান চাপমুক্ত রাখবে খেলোয়াড়দের।

২০০২ সালে ব্রাজিলের বিশ্বকাপ জয়ে এক বড় ভূমিকা রেখেছিলেন গায়ক জেকা পাগলোদিনহো। সেই সময়ের ব্রাজিল দলের তারকা ফুটবলার রোনাল্ডো, রিভাল্ডো, রোনালদিনহোরা পঞ্চমবারের জন্য বিশ্বকাপ শিরোপা জয়ের পর জানান, তাদের এই সাফল্যের জন্য বড় ভূমিকা রেখেছিলো, জেকার বানানো ‘দিক্সা আ ভিদা মি লেভার’ গানটি। যার অর্থ ছিল, ‘জীবন আমাদের যেখানে নিয়ে যাবে’। ড্রেসিংরুম, হোটেল এমনকি টিম বাসেও এই গান শুনেই নিজেদের মনোবল ঠিক রাখতেন সেলেসাওরা। এবারও একই টেকনিকে ভরসা রাখতে চায় ব্রাজিল টিম ম্যানেজমেন্ট।

/আরআইএম

জেকার ভাতিজা জুনিনহোকে কাতার আনা হয়েছে গান গাওয়ার জন্য। তিনিও এবার দলের জন্য প্রেরণামূলক গান বানিয়েছেন, যা এরইমধ্যে সাড়া ফেলেছে খেলোয়াড়দের মধ্যে। গানটিতে যে কথা গুলো বলা হয়েছে তাঁর অর্থ হল, ‘আমি ইতিহাস তৈরি করতে পারি। সাফল্যের শিখরে উঠতে সময় হয়তো লাগে, কিন্তু একদিন সেই লক্ষ্য পূরণ হবেই।’

শুধু ২০০২ সালের স্মৃতিই নয় খেলোয়াড়দের শৈশবের স্মৃতিও ফিরিয়ে আনতে একাধিক পরিকল্পনা করেছে টিম ম্যানেজমেন্ট। টিম রিসোর্টে খেলোয়াড়দের রুম তাদের শৈশবের ছবি দিয়ে সাজানো হয়েছে। সাথে টেবিলের সামনে একটি ট্রফি রাখা হয়েছে খেলোয়াড়দের নামে। এছাড়াও রিসোর্টে খেলোয়াড়দের জন্য বিনোদমূলক কার্যক্রম তো থাকছেই।

টিম ম্যানেজমেন্টের আশা, এবারের দল তাদের মনোবল ঠিক রেখে সেরাটা দিয়ে ষষ্ঠবারের মত শিরোপা ঘরে তুলে আনবে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ