• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৬:০১:২২ (25-Apr-2024)
  • - ৩৩° সে:

ছয় তারার প্রত্যাশা সর্বকালে সেরা ফুটবলার পেলের


শুক্রবার ১১ই নভেম্বর ২০২২ দুপুর ০২:৫৬



ছয় তারার প্রত্যাশা সর্বকালে সেরা ফুটবলার পেলের

ছবি : সংগৃহীত

প্রতিবারের মতো এবারও বিশ্বকাপে ফেবারিট ব্রাজিল। ২০ বছর আগে অর্থাৎ ২০০২ সালে শেষবার বিশ্বকাপ জিতলেও এরপর প্রতি বিশ্বকাপেই টপ ফেবারিট হয়েই বিশ্বকাপে গিয়েছে তারা। পাঁচবার বিশ্বকাপ জিতেছে বলে ব্রাজিলের জার্সিতে লোগোর ওপর পাঁচটি তারা রয়েছে। ব্রাজিলের কিংবদন্তি খেলোয়াড় পেলের চাওয়া এবার পড়ুক ষষ্ঠ তারার ছাপ।

লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে সেরা দল হয়ে কাতারের টিকিট কেটেছে ব্রাজিল। পাঁচ বিশ্বকাপ জয়ের রেকর্ড তারা আরও উঁচুতে নিতে সক্ষম বলে মনে করেন পেলে।

নিজের অনুভূতি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের খেলার সময়ের ছবি পোস্ট করেছেন পেলে। সেখানে তিনি লিখেছেন, 'শেষবার আমি যখন ব্রাজিলের জার্সি পরেছিলাম, তখন আমরাই প্রথম তিনবার ট্রফিটির বিজয়ী ছিলাম। এখন আমাদের পাঁচটি তারা (শিরোপা) আছে। ষষ্ঠ তারকা যোগ হতে দেখতে আমার তর সইছে না।'

১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ বিশ্বকাপ জিতেছিলেন পেলে। ইতিহাসে একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জিতেছেন পেলে। তার অবসরের পর ব্রাজিল জিতেছে আরও দুটি বিশ্বকাপ। ফলে তাদের জার্সিতে পড়েছে আরও দুই তারকার ছাপ। ব্রাজিলের এই মহাতারকা পেলে আশাবাদী, এবার যোগ হবে ষষ্ঠ তারাটি।

এদিকে তিতের দলে জায়গা হয়নি লিভারপুলের ফরোয়ার্ড রবের্তো ফিরমিনোর। তবে কোচের দল নির্বাচনে শতভাগ আস্থা আছে পেলের। ব্রাজিলের দলকে জানালেন শুভকামনা। পেলে লিখেছেন, 'এই দলের প্রতি আমার আস্থা আছে এবং আমাদের দলকে শুভকামনা জানাতে এসেছি।'

২০ নভেম্বর শুরু এবারের বিশ্বকাপ। ‘জি’ গ্রুপে ব্রাজিল আছে সুইজারল্যান্ড, সার্বিয়া ও ক্যামেরুনের সঙ্গে। ২৪ নভেম্বর সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শুরু করবে তারা।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ