• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই চৈত্র ১৪৩০ সকাল ০৬:৫৬:০১ (29-Mar-2024)
  • - ৩৩° সে:

গুলশানে স্পা সেন্টারে অভিযানের সময় ছাদ থেকে লাফিয়ে পড়ে নারীর মৃত্যু


বৃহঃস্পতিবার ১২ই জানুয়ারী ২০২৩ দুপুর ১২:১৫



গুলশানে স্পা সেন্টারে অভিযানের সময় ছাদ থেকে লাফিয়ে পড়ে নারীর মৃত্যু

ছবি প্রতিকী।

চ্যানেল এস ডেস্ক :

রাজধানীর গুলশানে এক আবাসিক ভবনে পরিচালিত স্পা সেন্টারে অভিযানের সময় ছাদ থেকে লাফিয়ে পড়ে ফারজানা (১৯) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

এসময় আরেক নারী গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ২ জনই ওই স্পা সেন্টারে কাজ করতো বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১১ জানুয়ারি) দুপুরের আগে গুলশান-২ এর ৪৭ নম্বর রোডের এক আবাসিক ভবনে পরিচালিত বাণিজ্যিক স্পা সেন্টারে অভিযান চালায় ঢাকা উত্তর সিটি করপোরেশন। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আর্মড পুলিশের সদস্যরা ওই সেন্টারে ঢুকতেই ২ নারী ছাদে চলে যায়। লাফিয়ে পড়ে ছাদ থেকে।

পরে গুলশান থানা পুলিশ তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। মারা যায় ফারজানা আক্তার। বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

তারা জানায়, আবাসিক ভবনে বাণিজ্যিক কার্যক্রম চালানোর অভিযোগে অভিযান হয়। ভয় পেয়ে দুই নারীকে লাফিয়ে পড়তে দেখেন তারা। সাথে সাথে পুলিশ ও হাসপাতালে খবর দেয়া হয়। পরে আর অভিযান করা হয়নি।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ