• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩রা বৈশাখ ১৪৩১ রাত ১১:০১:৪৭ (16-Apr-2024)
  • - ৩৩° সে:

আদালত ব্যবহার করে বিরোধীমতশূন্যে অপচেষ্টা চালাচ্ছে সরকার: গয়েশ্বর


শনিবার ৭ই জানুয়ারী ২০২৩ বিকাল ০৩:৪২



আদালত ব্যবহার করে বিরোধীমতশূন্যে অপচেষ্টা চালাচ্ছে সরকার: গয়েশ্বর

ছবি : সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক :

আদালতকে ব্যবহার করে বিরোধীমতশূন্যে নিয়ে আসার অপচেষ্টা চালাচ্ছে সরকার এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শনিবার (৭ জানুয়ারি) দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের সম্পত্তি ক্রোকের আদালতের নির্দেশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে মহানগর দক্ষিণ বিএনপি।

কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি নাইট্যাঙ্গেল হয়ে ফকিরাপুল ঘুরে আবার শেষ হয় কার্যালয়ের সামনে এসে। মিছিলে নেতৃত্ব দেন গয়েশ্বর চন্দ্র রায়।

মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে গয়েশ্বর দাবি করেন, ‘এক-এগারো সময়ের বিরাজনীতিকরণের ধারাবাহিকতায় প্রতিহিংসাপরায়ণ হয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় আদালতের মাধ্যমে আদেশ দেয়া হচ্ছে। যার পরিণতি ভালো হবে না। আন্দোলনের মাধ্যমে এর জবাব দেয়া হবে।’

এদিকে প্রতিবাদ নয়, এখন থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারিও দেন বিএনপির এই নেতা।

কাঁচের ঘরে বাস করে অন্যের ঘরে ঢিল মারার অভ্যাস পরিত্যাগে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সরকার পালাবার পথ পাবে না। দিশা পাবে না কোথায় যাবে তারা। সরকার হটাতে আন্দোলনের বিকল্প নেই। বিএনপি আর প্রতিবাদ নয়, প্রতিরোধ গড়ে তুলবে।’

মন্তব্য করুনঃ