• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই বৈশাখ ১৪৩১ দুপুর ১২:৩১:৪৫ (18-Apr-2024)
  • - ৩৩° সে:

ব্রুনো ফার্নান্দেসের জোড়া গোলে শেষ ষোলোয় পর্তুগাল


মঙ্গলবার ২৯শে নভেম্বর ২০২২ বিকাল ০৪:৩৬



ব্রুনো ফার্নান্দেসের জোড়া গোলে শেষ ষোলোয় পর্তুগাল

ছবি : সংগৃহীত

মধুর প্রতিশোধ নিলো পর্তুগাল। উরুগুয়েকে ২-০ গলে হাড়িয়ে রাউন্ড অব সিক্সটিনথ নিশ্চিত ছাড়াও রাশিয়া বিশ্বকাপে হারের প্রতিশোধ নিয়েছে ফার্নান্দো সান্তোসের শীষ্যরা। জোড়া গোল করে ম্যাচের নায়ক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা খেলোয়াড় ব্রুনো ফার্নান্দেস।

কাতারের লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হয় পর্তুগাল ও উরুগুয়ে। ম্যাচের শুরু থেকেই বল নিয়ন্ত্রন রেখে আক্রমণাত্মক ফুটবল খেলতে ফার্মান্দো সান্তোসের শীষ্যরা। ম্যাচের ৪ মিনিটে পর্তুগিজ ডিফেন্ডার মেন্ডেসকে বাজেভাবে ট্যাকল করায় হলুদ কার্ড দেখে উরুগুয়েন মিডফিল্ডার বেনটানকুর।

ম্যাচের ৯ মিনিটে পর্তুগীজদের এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন ক্রিস্টিয়ানো রোনালদো। এর কিছুক্ষণ পড়েই বক্সের ঠিক বাইরেই ফ্রি কিক পায় পর্তুগাল। ফ্রি কিক থেকে নেওয়া রোনালদোর শট গোদিনের মাথায় লেগে বাইরে চলে যায়।

৩২ মিনিটে উরুগুয়ের সবচেয়ে সহজ সুযোগটি মিস করেন মিডফিল্ডার বেনটানকুর। ৩ পর্তুগীজ ডিফেন্ডার কাটিয়ে বল নিয়ে ছোট ডি বক্সের ভিতরে ঢুকে পড়েও গোলরক্ষককে ফাঁকি দিতে পারেননি তিনি। পর্তুগীজ গোলরক্ষকের অসাধরণ সেভে বেঁচে যায় পর্তুগাল।

ঠিক তার ২ মিনিট পরেই আবারও সুযোগ পায় ল্যাতিন আমেরিকার দলটি তবে, এবারেও ব্যর্থ হন বেনটানকুর। ম্যাচের ৪০ মিনিটে উরুর চোট পেয়ে মাঠ ছাড়েন পর্তুগাল ডিফেন্ডার মেন্ডেস। এর আগের ম্যাচে চোটের কারণে দলের বাইরে ছিলেন তিনি। সম্ভবত বিশ্বকাপ মিশন শেষ তার!

এরপর আর গোল না হওয়ায় গোলশূন্য ড্রয়ে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই পর্তুগালকে লিড এনে দেন মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেস। বক্সের বাইরে থেকে বাঁকানো শটে রোনালদো মাথা ছুঁয়াতে গেলেও তার স্পর্শ না লাগায় গোলরক্ষক বোকা বোনে যায়, শেষ পর্যন্ত জালে আঁচড়ে পড়ে বল। পর্তুগালকে লিড এনে দেন ব্রুনো ফার্নান্দেস।

১-০ গোলে পিছিয়ে পড়ে মরিয়া হয়ে খেলতে থাকে উরুগুয়ে। একের পর এক আক্রমণ চালালেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি নুনেজরা। বদলি খেলয়াড় হিসেবে মাঠে নামেন তারকা খেলোয়াড় লুইস সুয়ারেজ। ম্যাচের ৭৫ মিনিটে সুয়ারেজের দুর্দান্ত শট গোলপোস্টে লেগে ফিরে আসে। এর মিনিট চারেক পর বল জালে জড়ান সুয়ারেজ তবে, অফসাইডের বাধায় গোলটি বাতিল হয়।

পুরো খেলায় নিষ্প্রভ ছিলেন রোনালদো তাই ম্যাচের ৮২ মিনিটে তাকে বদলি করার সিদ্ধান্ত নেন পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস। ম্যাচ শেষের অন্তিম মুহূর্তে ভিএআরের সাহায্য পেনাল্টি পায় পর্তুগাল। পেনাল্টি থেকে গোল করে দলের ব্যবধান দিগুণ করেন ব্রুনো ফার্নান্দেস সেই সাথে নিজের জোড়া গোল সম্পুর্ণ করেন এই মিডফিল্ডার। কাতার বিশ্বকাপে ২ গোল ও ২ এসিস্ট করেছেন এই তারকা মিডফিল্ডার।

এরপর আর গোল না হওয়ায় ২-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ফার্নান্দো সান্তোসের শিষ্যরা। এই জয়ে রাউন্ড অব সিক্সটিনথ নিশ্চিত করলো পর্তুগাল। পর্তুগালের সাথে হেরে প্রথম রাউন্ড থেকে বাদ পড়ার শঙ্কায় উরুগুয়ে। পরবর্তী রাউন্ডে যেতে হলে শুধু জিতলেই চলবেনা, চেয়ে থাকতে হবে পর্তুগাল-কোরিয়ার ম্যাচের দিকেও।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ