• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই বৈশাখ ১৪৩১ সকাল ০৬:০৮:৩৫ (25-Apr-2024)
  • - ৩৩° সে:

ইরানে হিজাব বিরোধী আন্দোলন নিয়ে তদন্ত করবে জাতিসংঘ


শনিবার ২৬শে নভেম্বর ২০২২ দুপুর ০২:০৭



ইরানে হিজাব বিরোধী আন্দোলন নিয়ে তদন্ত করবে জাতিসংঘ

ছবি : সংগৃহীত

হিজাব ইস্যুতে ইরানজুড়ে সরকারবিরোধী আন্দোলনে দমন-পীড়নের ঘটনায় তদন্ত করবে জাতিসংঘ। জেনেভায় এক বৈঠকে এই ঘোষণা দেয় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল। খবর দ্য গার্ডিয়ানের।

এ বিষয়ে তথ্যানুসন্ধান মিশন গঠনের পক্ষে ভোট দিয়েছে সংস্থাটি। গত ১৬ সেপ্টেম্বর ইরানে পুলিশি হেফাজতে তরুণী মাশা আমিনির মৃত্যুর পর থেকেই দেশটিতে বিক্ষোভ করছে লাখো মানুষ। এটি পরবর্তীতে রূপ নিয়েছে সরকারবিরোধী আন্দোলনে।

চলমান বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সহিংসতায় এরইমধ্যে তিনশতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। ধরপাকড়ে আটক করা হয়েছে ১ হাজারের বেশি মানুষ। শুরু থেকেই এ নিয়ে প্রতিবাদ জানিয়ে আসছে পশ্চিমা দেশগুলো। এবার ইস্যুটি নিয়ে সরব হয়েছে জাতিসংঘ।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ