• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩রা বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৭:৫৫:৪১ (16-Apr-2024)
  • - ৩৩° সে:

ভূমধ্যসাগরে আরও ৪ অভিবাসন প্রার্থীর মৃত্যু


সোমবার ৩০শে জানুয়ারী ২০২৩ সকাল ১১:২৬



ভূমধ্যসাগরে আরও ৪ অভিবাসন প্রার্থীর মৃত্যু

No Caption

আন্তর্জাতিক ডেস্ক :

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে প্রাণ হারিয়েছেন ৪ অভিবাসন প্রার্থী। 

রোববার (২৯ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন এসওএস মেডিটারনিয়ান। একইদিন ইতালির দুটি বন্দরে নামেন তিন শতাধিক অভিবাসনপ্রার্থী। খবর সিএনএন এর।

স্বেচ্ছাসেবী সংগঠন ডক্টরস উইদাউট বডার্স জানায়, গত সপ্তাহে ২৩৭ অভিবাসনপ্রার্থীকে উদ্ধার করা হয়েছে। ওই দলটিতে রয়েছে ৭৩ জন শিশুও। উদ্ধারকৃত দলটির প্রায় সবাই আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বাসিন্দা। তাদের লা স্পেজিয়া বন্দরে নামানো হয়। একইদিন ভিন্ন একটি জাহাজ থেকে ৯৫ অভিবাসনপ্রার্থী নামেন মেরিনা দি কারারা বন্দরে।

অভিবাসন ইস্যুতে বেশ কঠোর ইতালির নতুন কট্টর ডানপন্থী সরকার। দেশটির প্রধানমন্ত্রী সাফ জানিয়েছেন, নোঙ্গরের আগে তার প্রশাসনের অনুমতি নিতে হবে উদ্ধারকারী জাহাজগুলোর। বিনা অনুমতিতে পোতাশ্রয়ে ঢুকলেই ক্যাপ্টেনকে ৫০ হাজার ইউরো জরিমানা গুণতে হবে। জাহাজটিকে দু’মাসের জন্য জব্দ করা হবে বলেও জানানো হয়েছে। জাতিসংঘের তথ্য অনুসারে, চলতি বছরই সমুদ্রযাত্রায় প্রাণ হারিয়েছেন ৩৩ অভিবাসনপ্রার্থী।

মন্তব্য করুনঃ