• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই মাঘ ১৪৩১ সন্ধ্যা ০৭:৫১:৫৭ (21-Jan-2025)
  • - ৩৩° সে:

মেসির গতির কাছেই পরাস্ত হন ক্রোয়েশিয়ার গোলরক্ষক


শুক্রবার ১৬ই ডিসেম্বর ২০২২ বিকাল ০৪:৪৫



মেসির গতির কাছেই পরাস্ত হন ক্রোয়েশিয়ার গোলরক্ষক

ছবি : সংগৃহীত

ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচকে পরাস্ত করতে দিবু ও রুলির সাহায্য নিয়েছিলেন মেসি। ক্রোয়েট গোলরক্ষকের সাথে নিজের কৌশল মিলে যাওয়ায় ভিন্ন পরিকল্পনা সাজাতে হয় মেসিকে। আর তাতেই সঠিক দিকে ঝাঁপ দিলেও মেসিকে রুখতে পারেননি লিভাকোভিচ। এক সাক্ষাৎকারে সেই পেনাল্টি কিকের পেছনের গল্প জানিয়েছেন মেসি।

পেনাল্টি বা স্পট কিক নেয়ার আগে গোলরক্ষক আর শুটারের মধ্যে চলে মনস্তাত্ত্বিক লড়াই। যে লড়াইয়ে বেশীরভাগ সময়ই হয়তো হারতে হয় গোল বারের প্রহরীকে। তবে মার্টিনেজ লিভাকোভিচদের যুগে বুদ্ধি আর স্নায়ু যুদ্ধে অনেক সময় পরাজিত হতে হয় অন্যতম সেরা ফিনিশারকেও।

পেনাল্টি শুট আউটের ক্ষেত্রে লিওনেল মেসির পা আর তার মেধার বিপক্ষে জেতা যেকনো গোলরক্ষকের জন্য প্রায় অসাধ্য। স্পট কিক নেওয়ার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত গোলরক্ষকের গতিবিধি পর্যবেক্ষণ করেন। এরপর তার মুভমেন্ট দেখেই শট নেন লিওনেল মেসি। কিন্তু ক্রোয়েট গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচের কৌশলটাও ঠিক মিলে যায় এলএমটেনের সাথে। লিভাকোভিচ শেষ সময় পর্যন্ত অপেক্ষা করেন শট নেওয়ার। লিভাকোভিচের বিপক্ষে পেনাল্টি শট নেওয়ার ক্ষেত্রে ঠিক কিভাবে পরিকল্পনা সাজিয়েছিলেন মেসি?

আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি বলেন, আমি রুলি ও দিবুর সঙ্গে ক্রোয়েশিয়ান গোলরক্ষকের কৌশল পর্যালোচনা করেছি। সে কীভাবে জাপান ও ব্রাজিলের বিপক্ষে অনেকক্ষণ অপেক্ষা করেছিল সেটা নিয়ে আমরা কথা বলেছিলাম।

ক্রোয়েশিয়ার গোলরক্ষক চলতি আসরে নজর কেড়েছিলেন একের পর এক পেনাল্টি রুখে। তার বীরত্বে জাপান ও ব্রাজিলের বিপক্ষে নকআউটের দুই ম্যাচের টাইব্রেকারে জয় পেয়েছিল ক্রোয়াটরা। তাই তাকে পরাস্ত করতে দলের দুই গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ ও জেরোনিমো রুলির সাহায্য নেন মেসি। ম্যাচের ৩৪ মিনিটে নেওয়া বুলেট গতির পেনাল্টি শটে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন অধিনায়ক।

আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি বলেন, সবচেয়ে ভালো উপায় ছিল তাকে চমকে দেওয়া। অপেক্ষা করে তাকে দাঁড় করিয়ে রাখার চেয়ে প্রথমবারেই মেরে দেয়া। যখন তারা তাকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রাখে এটা কঠিন হয়ে পড়ে। আমি ভেবেই রেখেছিলাম এমন শট নেব।

মেসিকে রুখতে সঠিক প্রান্তে ঠিকই ঝাঁপ দিয়েছিলেন লিভাকোভিচ। তবে পরাস্ত হয়েছেন ঐ গতির কাছেই।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->