• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই বৈশাখ ১৪৩১ দুপুর ০২:৪৭:৫৩ (23-Apr-2024)
  • - ৩৩° সে:

ফ্রান্সের খেলা দেখেছি, মেসিকে শুভেচ্ছাবার্তা পাঠাইনি: তেভেজ


সোমবার ৯ই জানুয়ারী ২০২৩ দুপুর ০১:০৬



ফ্রান্সের খেলা দেখেছি, মেসিকে শুভেচ্ছাবার্তা পাঠাইনি: তেভেজ

ছবি : সংগৃহীত

স্পোর্টস ডেস্ক :

লিওনেল মেসির সাথে পুরনো সখ্যতা হয়তো আর নেই কার্লোস তেভেজ। তবে তা তিক্ততায় গিয়ে পৌঁছেছে এমন কথাও তেমন একটা পাওয়া যায়নি। তবে মেসি যেভাবে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছেন, তা যে খুব বেশি উপভোগ্য ছিল না তেভেজের জন্য, সেটাও লুকোননি সাবেক এই ফরোয়ার্ড। বলছেন, আসরজুড়ে তিনি কেবল ফ্রান্সের খেলাই দেখেছেন, সেভাবে দেখেননি আর্জেন্টিনার খেলা। আর বিশ্বকাপজয়ী মেসিকে তিনি কোনো শুভেচ্ছা বার্তাও পাঠাননি। খবর গোল ডটকমের।

২০০৬ সালে একইসাথে অভিষেক মেসি-তেভেজের। কাঁধে কাঁধ মিলিয়ে খেলছিলেন নিজ দল আর্জেন্টিনার জন্য। ২০১০’এ দক্ষিণ আফ্রিকা ফুটবল বিশ্বকাপেও দু’জনে জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেন। তবে ২০১৪ বিশ্বকাপে বাদ পড়েন তেভেজ। সে সময়ে মেসির বিরুদ্ধে জাতীয় দল নির্বাচনে কলকাঠি নাড়ানোর অভিযোগ তোলেন তেভেজ। মূলত সেখান থেকেই গণ্ডগোলের শুরু। এমনকি বিশ্বকাপ ফাইনালেও নিজ দলের তোয়াক্কা না করে ফ্রান্সের পক্ষেই নাকি সমর্থন ছিল তেভেজের। ফাইনালে ফ্রান্সকেই চ্যাম্পিয়ন দেখতে চেয়েছিলেন তিনি।

তেভেজের পছন্দের ফ্রান্স শেষমেশ টাইব্রেকারে হেরে যায় নিজ দেশ আর্জেন্টিনার কাছে। মেসিদের সাধুবাদ না জানানোর ব্যাপারেও মুখ খুলেছেন তিনি। রেডিও মিত্রের সাথে আলাপচারিতায় আর্জেন্টিনার সাবেক স্ট্রাইকার কার্লোস তেভেজ বলেন, কাতার বিশ্বকাপ খুব কাছ থেকে অনুসরণ করিনি। কিন্তু আমি ফ্রান্সের খেলা অনেক দেখেছি। কারণ, তাদের দলটি এমন ছিল যা আমি পছন্দ করি। বিশ্বকাপের পর মেসিকে এখনও টেক্সট করিনি। কারণ, খুব সম্ভবত তার ফোন শুভেচ্ছাবার্তার চাপে ভয়ানক ব্যস্ত। আমার বাচ্চারা মেসির গোল উদযাপন করেছে। এটা ভালো লেগেছে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ