• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই বৈশাখ ১৪৩১ সকাল ১০:৫৬:০৫ (25-Apr-2024)
  • - ৩৩° সে:

ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলা বিএনপির চরিত্র: প্রধানমন্ত্রী


বৃহঃস্পতিবার ১৫ই ডিসেম্বর ২০২২ সন্ধ্যা ০৬:৩৭



ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলা বিএনপির চরিত্র: প্রধানমন্ত্রী

ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি জনগণকে পরোয়া করে না। তারা ক্ষমতায় গেলেই নির্বাচন ও মানুষের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলে। 

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহিলা লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

শেখ হাসিনা বলেন, ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলা বিএনপির চরিত্র। তারা গণমানুষের দল নয়। ক্ষমতা তাদের ভোগের বস্তু, লুটের সুযোগ। বাংলাদেশের মানুষ তাদের কাছে কিছুই না। 

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ জানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগ স্বাধীনতা এনে দিয়েছে। তারই হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের মাধ্যমেই স্বাধীনতা এসেছে। কাজেই আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষের ভাগ্য পরিবর্তন হয়। 

তিনি বলেন, বিএনপি নির্বাচন নিয়ে কথা বলে। ২০০৮ সালের নির্বাচন নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারেনি। জাতীয় বা আন্তর্জাতিক-কোনোভাবেই ওই নির্বাচন নিয়ে প্রশ্ন ওঠেনি। সেই সময়ের ৩০০ সিটের নির্বাচনে বিএনপি মাত্র ৩০টা সিট পেয়েছিল। আর জাতীয় পার্টি পেয়েছিল ২৭ সিট। তিনটা সিট বেশি পেয়ে খালেদা জিয়া লিডার অব দ্য অপজিশন হওয়ার সুযোগ পেয়েছিল। ২০০৮-এর নির্বাচনেই তো আপনাদের এই ফলাফল, তাহলে আপনারা কি নিয়ে এত লাফান? 

শেখ হাসিনা আরও বলেন, বিএনপির দুঃশাসন চরম পর্যায়ে ছিল। আমরা অফিসে যেতে পারতাম না। আমাদের রাজনীতি করার সুযোগই ছিল না। যুব মহিলা লীগ গঠন করার পর, সব বাধা অতিক্রম করে আমাদের এই মেয়েরা রাস্তায় আন্দোলন করেছে। তখন মেয়েদেরকেও ওরা (বিএনপি) ছাড়েনি। কিন্তু আমরা প্রতিশোধ নিতে যাইনি, আমরা দেশের উন্নয়নে মনোযোগ দিয়েছি।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ