• ঢাকা
  • |
  • শনিবার ৬ই বৈশাখ ১৪৩১ ভোর ০৪:০৮:৪৮ (20-Apr-2024)
  • - ৩৩° সে:

০৬:১৭ পিএম, ০৫ ডিসেম্বর ২০২২


ক্যাটাগরি

বাংলাদেশ
রাজনীতি
আওয়ামী লীগ

নানা কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে একটি মহল: প্রধানমন্ত্রী


সোমবার ৫ই ডিসেম্বর ২০২২ সন্ধ্যা ০৬:১৭



নানা কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে একটি মহল: প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত

নানা কথা বলে মানুষকে ভয়ভীতি দেখিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে একটা মহল, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশ যথেষ্ট ভালো আছে, কারো কাছে হাত পাতবে না দেশ।

সোমবার (৫ ডিসেম্বর) সকালে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আমর্ড ফোর্সেস ওয়ার কোর্সের গ্র্যাজুয়েশন সিরিমনি ও ডিএসসিএসি পরিচালনা পরিষদের ১৯তম যৌথ সভায় অংশ নেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি দেশের মান-মর্যাদা সমুন্নত রাখতে সেনাবাহিনীকে নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান।

সরকার প্রধান বলেন, বিশ্ব অর্থনৈতিক মন্দায় কোনো রকম বিলাসিতা চলবে না। সকলকে সাশ্রয়ী হতে হবে। তিনি এ সময় তার সরকারের নানা উন্নয়ন আর করোনার সময় নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।

শেখ হাসিনা আরও বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত-সমৃদ্ধ দেশ। এ দেশের অগ্রযাত্রা আর কেউ, কখনও বন্ধ করতে পারবে না।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ