• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১১ই বৈশাখ ১৪৩১ রাত ১২:৩১:২৬ (25-Apr-2024)
  • - ৩৩° সে:

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা: নগরজুড়ে সাজসাজ রব, নিরাপত্তা জোরদার


রবিবার ২৯শে জানুয়ারী ২০২৩ সকাল ১১:২২



রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা: নগরজুড়ে সাজসাজ রব, নিরাপত্তা জোরদার

ছবি : সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক :

পাঁচ বছর পর রাজনৈতিক সফরে রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর তাই নগরজুড়ে সাজসাজ রব বিরাজ করছে। পাশাপাশি জোরদার করা হয়েছে নিরাপত্তা।

ইতোমেধ্যে প্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা ময়দানে মঞ্চও তৈরি করা হয়ে গেছে। নৌকার আদলে তৈরি করা হয়েছে মঞ্চ। পুরো শহর সেজেছে ব্যানার, ফেস্টুন আর তোরণে। চলছে প্রচার-প্রচারণাও।

শনিবার (২৮ জানুয়ারি) দিনভর জনসভার প্রস্তুতি পরিদর্শন করেছেন দলটির কেন্দ্রীয় নেতারা। রোববারের এ জনসভায় প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকার মোট ৩১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

গেলো এক বছরে রাজশাহীর উন্নয়নে সাড়ে ৩ হাজার কোটিরও বেশি অর্থ বরাদ্দ দিয়েছে সরকার। তাই প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উচ্ছ্বসিত রাজশাহীর মানুষ। এই জনসভায় অংশ নিতে আশেপাশের জেলা থেকে রাজশাহী আসছে নেতাকর্মীরা।

জানা গেছে, শহরে ২২০টি মাইক ও ১২টি এলইডি স্ক্রিন থাকবে

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ