• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই বৈশাখ ১৪৩১ সকাল ০৯:৩৫:৫১ (18-Apr-2024)
  • - ৩৩° সে:

৪০ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড-ফ্রান্স


সোমবার ৫ই ডিসেম্বর ২০২২ দুপুর ০১:৩১



৪০ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড-ফ্রান্স

ছবি সংগৃহীত

বিশ্বকাপে সবার আগে শেষ আটের টিকিট নিশ্চিত করে নেদারল্যান্ডস ও আর্জেন্টিনা। এবার তৃতীয় ও চতুর্থ দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স ও ইংল্যান্ড। 

কাতার বিশ্বকাপের শেষ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে এ দুই দল। আগামী ১০ ডিসেম্বর আল বায়ত স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে গড়াবে ফ্রান্স-ইংল্যান্ডের ম্যাচটি। 

রোববার (৪ ডিসেম্বর) রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে পোল্যান্ডকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে ফ্রান্স। একই দিন  সেনেগালকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে কোয়ার্টারে নিশ্চিত করে ইংল্যান্ড। 

বিশ্বকাপ মঞ্চে দুই দলের সবশেষ দেখা হয় ৪০ বছর আগে। ১৯৮২ সালের বিশ্বকাপের মুখোমুখি ফ্রান্স ও ইংল্যান্ডের। সেবার ফ্রান্সকে ৩-১ ব্যবধানে হারিয়েছিল ইংলিশরা। 

তবে সাম্প্রতিক মোকাবিলায় বেশ পিছিয়ে ইংল্যান্ড। শেষ ছয় ম্যাচে একে-অন্যের মুখোমুখি হয়ে ইংলিশরা মাত্র একটি ম্যাচ জিততে পেরেছে। অন্যদিকে ফ্রান্স জিতেছে চারটিতে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ