• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই বৈশাখ ১৪৩১ দুপুর ০১:২৮:৩২ (23-Apr-2024)
  • - ৩৩° সে:

ঢাবির চারুকলা অনুষদের বকুল তলায় রস উৎসব


শুক্রবার ৬ই জানুয়ারী ২০২৩ দুপুর ০১:৩৪



ঢাবির চারুকলা অনুষদের বকুল তলায় রস উৎসব

ছবি : সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুল তলায় হয়ে গেল রস উৎসব। এ আয়োজনের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

খেজুরের রস-গুড়, মুড়ি ও খৈ খেতে দেয়া হয় উৎসবে অংশ নেয়া মানুষদের। নগর কেন্দ্রিক মানুষ শীতের সকালে রস খেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

১২তম রস উৎসব উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। তিনি বলেন, খেজুর গাছ কাটা, রস নামানো, খাওয়া এমন দৃশ্য দিনকে দিন হারিয়ে গেছে। এমন আয়োজনে প্রতিমন্ত্রী আয়োজক সংগঠন রঙ্গে ভরা বঙ্গকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে আগতদের জন্য রাখা হয় রস খাওয়ার ব্যবস্থা। এমন আয়োজনে সবচেয়ে আনন্দিত শিশু কিশোররা। খেজুর গুড়, মুড়ি খৈ খেতে খেতে গ্রামীণ জীবনে ফিরে যান অনেকে।

আয়োজকরা জানান, প্রতিবছর শীতে ভেজালমুক্ত রস উৎসব করে থাকেন তারা। শেকড়ের সাথে নগরবাসীকে পরিচয় করিয়ে দিতে এমন উদ্যোগ তাদের।রস খাওয়ার পাশাপাশি চলে লোকগান ও লোকজ পালার আসরও।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ