• ঢাকা
  • |
  • শনিবার ৬ই বৈশাখ ১৪৩১ রাত ০৩:২৯:৩১ (20-Apr-2024)
  • - ৩৩° সে:

আবার দেখা হতে পারে মেসি-রোনালদোর


মঙ্গলবার ১০ই জানুয়ারী ২০২৩ বিকাল ০৩:২২



আবার দেখা হতে পারে মেসি-রোনালদোর

ছবি : সংগৃহীত

স্পোর্টস ডেস্ক :

ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই তাদের অফিশিয়াল ওয়েবসাইটে নিশ্চিত করেছে, বার্ষিক শীতকালীন সফরে কাতার যাচ্ছে তারা। লিগ ওয়ানের পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে থাকা পিএসজি দোহা এবং রিয়াদ সফরে যাবে। আর সব ঠিক থাকলে, সেখানে আবারও দেখা যেতে পারে ফুটবল বিশ্বের সর্বকালের অন্যতম সেরা দ্বৈরথ যাদের ঘিরে, সেই মেসি-রোনালদোকে। খবর বেইন স্পোর্টসের।

পিএসজির ওয়েবসাইটে বলা হয়েছে, ১৭ জানুয়ারি দোহা সফরে যাবে ক্লাবটি। তারপর যাবে সৌদি আরবের রাজধানী রিয়াদে। সেখানে সৌদির অন্যতম সেরা দুই ক্লাব আল নাসর ও আল হিলালের খেলোয়াড়দের নিয়ে গড়া অল স্টার একাদশের বিরুদ্ধে মাঠে নামবে পিএসজি। ১৯ জানুয়ারি রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। আর সেখানে সুযোগ থাকছে কাঙ্ক্ষিত সেই দ্বৈরথের সাক্ষী হওয়ার। ফুটবল বিশ্বকে এক দশকেরও বেশি সময় ধরে রাজত্ব করা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো হয়তো শেষবারের জন্য মুখোমুখি হতে যাচ্ছে সেই ম্যাচে। কারণ, মেসি এখনও ইউরোপে খেলা চালিয়ে গেলেও চলতি মাসেই আল নাসরের যোগ দিয়েছেন সিআরসেভেন।

উল্লেখ্য, গত প্রায় এক দশক ধরেই বিভিন্ন সফরের জন্য পিএসজিকে আমন্ত্রণ জানিয়ে আসছে কাতার। ২০১৪ ও ২০১৫ সালে কাতার হ্যান্ডবল ট্যুর, ২০১৫ সালে কাতার লেডিস ট্যুর এবং ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৮, ২০১৯ এবং ২০২২ সালে পিএসজিকে আমন্ত্রণ জানায় কাতার। এই সফরের ম্যাচগুলো পিএসজি টিভি, পিএসজি সোশ্যাল মিডিয়া এবং বেইন স্পোর্টস নেটওয়ার্কে সম্প্রচার করা হবে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ