• ঢাকা
  • |
  • বুধবার ১১ই বৈশাখ ১৪৩১ বিকাল ০৫:৪৮:৪২ (24-Apr-2024)
  • - ৩৩° সে:

ইউক্রেনের পাশেই থাকবে ন্যাটো, আরও অস্ত্র সহযোগিতার প্রতিশ্রুতি


বুধবার ৩০শে নভেম্বর ২০২২ দুপুর ০২:১৫



ইউক্রেনের পাশেই থাকবে ন্যাটো, আরও অস্ত্র সহযোগিতার প্রতিশ্রুতি

ছবি : সংগৃহীত

রাশিয়ার ক্রমবর্ধমান হামলা মোকাবেলায় ইউক্রেনকে আরও অস্ত্র সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে সামরিক জোট ন্যাটো। রোমানিয়ায় হওয়া দুই দিনের শীর্ষ সম্মেলন থেকে আসে এ সিদ্ধান্ত। খবর রয়টার্সের।

রুশ হামলায় ক্ষতিগ্রস্ত জ্বালানি অবকাঠামো মেরামতে আর্থিক সহযোগিতা দেয়ার আশ্বাসও দিয়েছে জোটভুক্ত রাষ্ট্রগুলো। গতকাল মঙ্গলবারও (৩০ নভেম্বর) ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ অভিযোগ করেন, শীত মৌসুমকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে মস্কো। তিনি আরও প্রতিশ্রুতি দেন, যতদিন প্রয়োজন ইউক্রেনের পাশে থাকবে সামরিক জোট, পিছপা হবে না।

গেলো মাস থেকেই ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় লাগাতার ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে রুশ সেনাবহর। ফলে, রাজধানী কিয়েভসহ অনেক শহরে বিদ্যুৎ ও পানি নেই। প্রচণ্ড ঠাণ্ডায় লাখ লাখ মানুষ। জেনেভা কনভেনশন অনুযায়ী, যুদ্ধে বেসামরিক স্থাপনা এবং জ্বালানি কেন্দ্রে হামলা যুদ্ধাপরাধ। জ্বালানি অপারেটর ইউক্রেনেরগো জানিয়েছে, চাহিদার ৩০ শতাংশ বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ