• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৬:২৭:৫৪ (19-Apr-2024)
  • - ৩৩° সে:

বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজের খরচ নির্ধারণ


বৃহঃস্পতিবার ২রা ফেব্রুয়ারি ২০২৩ বিকাল ০৩:৩০



বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজের খরচ নির্ধারণ

ছবি : সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক:

সরকারি প্যাকেজ থেকে প্রায় ১১ হাজার টাকা কমে ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকায় বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনের একটি হোটেলে সংবাদ সম্মেলনে বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করা হয়। এতে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি শাহাদাত হোসেন তসলিম জানান, এসব হজ যাত্রীদের পবিত্র হারাম শরীফ থেকে ১৫০০ মিটার দূরত্বে আবাসনের ব্যবস্থা করা হবে। আগামী ৬ ফেব্রুয়ারি থেকে বেসরকারি হজ যাত্রীদের নিবন্ধন শুরু হবে। হজ যাত্রীদের প্যাকেজের অর্থ আগামী ১৫ মার্চের মধ্যে জমা দিতে হবে।

দালালদের মাধ্যমে টাকা জমা না দিতে এ সময় আহ্বান জানান হাব সভাপতি। বলেন, হজ যাত্রীদের পাসপোর্টের মেয়াদ ২৭ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত থাকতে হবে। কোরবানির খরচ যাত্রীদের নিজ দায়িত্বে সঙ্গে নিতে হবে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ