• ঢাকা
  • |
  • শুক্রবার ১৪ই চৈত্র ১৪৩০ রাত ০২:৪০:৫৬ (29-Mar-2024)
  • - ৩৩° সে:

স্বাধীনতা দিবসে ৭ হাজার কারাবন্দিকে মুক্তি দিলো মিয়ানমার


বৃহঃস্পতিবার ৫ই জানুয়ারী ২০২৩ বিকাল ০৪:১০



স্বাধীনতা দিবসে ৭ হাজার কারাবন্দিকে মুক্তি দিলো মিয়ানমার

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক :

মিয়ানমারে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মুক্তি দেয়া হয়েছে ৭ হাজারেরও বেশি কারাবন্দিকে। কিন্তু এবারও ছাড়া পেলেন না রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি। এমনকি অন্যান্য শীর্ষ রাজবন্দিদের মুক্তির ব্যাপারে শোনা যায়নি কোন উচ্চবাচ্য।

বুধবার (৪ ডিসেম্বর) সেনা শাসনের মধ্যেই ধুমধামের সাথে উদযাপিত হয় ৭৫তম স্বাধীনতা দিবস। তারই অংশ হিসেবে, ইয়াঙ্গুনের বিখ্যাত ইনসেইন কারাগার থেকে মুক্ত হন ৭ হাজার ১২ জন বন্দি। সে তালিকায় ছিলেন সু চির রাজনৈতিক দলের সাবেক তথ্যকর্মী তিন লিন ও। কারাগারের বাসের মাধ্যমে তাদের বাইরে আনা হয়। জেলগেটে অপেক্ষায় ছিলেন পরিবার ও প্রিয়জনরা। তারা সাদরে বরণ করেন মুক্তিপ্রাপ্তদের।

একইদিন ঘোষণা আসে, গুরুতর অপরাধ করেননি এমন কয়েদিদের শাস্তি কমানো হয়েছে। ২০২১ সালে, অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতায় বসে সেনাবাহিনী। জান্তা সরকারের বিরোধীতায় বিক্ষোভ করলে, বন্দি হন ১৭ হাজারের বেশি মানুষ। তাদের সিংহভাগ এখনো শাস্তি ভোগ করছেন।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ