• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই বৈশাখ ১৪৩১ সকাল ০৮:০৪:০২ (25-Apr-2024)
  • - ৩৩° সে:

ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থাকে টার্গেট করে রাশিয়ার বড় ধরনের হামলা


বৃহঃস্পতিবার ২৪শে নভেম্বর ২০২২ দুপুর ১২:০৭



ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থাকে টার্গেট করে রাশিয়ার বড় ধরনের হামলা

ছবি : সংগৃহীত

ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থাকে টার্গেট করে আবারও বড় ধরনের মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। এতে মৃত্যু হয়েছে অন্তত ৬ জনের। খবর রয়টার্সের।

ইউক্রেনের সেনাপ্রধানের দাবি, বুধবার ৬৭টি ক্রুজ মিসাইল ছুড়েছে মস্কো। যার মধ্যে ৫১টি ঠেকিয়েছে কিয়েভের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

এখনও অন্ধকারে রাজধানী কিয়েভ। পানি নেই বেশিরভাগ এলাকায়। হামলার শিকার পশ্চিমাঞ্চলীয় শহর লভিভও। জাপোরিঝিয়ায় হাসপাতালে হামলায় মৃত্যু হয়েছে এক নবজাতকের।

দেশটির প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি জানান, হামলায় বিধ্বস্ত দেশের অর্ধেকের বেশি পাওয়ার গ্রিডে চলছে সংস্কার কাজ। দক্ষিণ ও পূর্ব দিক থেকে রকেট হামলার আশঙ্কায় সতর্কতা জারি হয়েছে মাইকোলাইভে। সরাসরি হামলার শিকার না হলেও ইউক্রেনের সাথে যুক্ত থাকায় ক্ষতিগ্রস্ত প্রতিবেশি মলদোভার বিদ্যুৎ ব্যবস্থাও। অন্ধকারে দেশটির অর্ধেকের বেশি অঞ্চল।

ইতোমধ্যে ইউক্রেনে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নামতে শুরু করেছে। কিন্তু বিদ্যুতের অভাবে উত্তাপের ব্যবস্থা করা যাচ্ছে না।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ