• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই বৈশাখ ১৪৩১ সকাল ০৬:৪২:২৬ (18-Apr-2024)
  • - ৩৩° সে:

ভারতে গাঁজা খোর ইঁদুরের বিরুদ্ধে পুলিশের অভিযোগ


রবিবার ২৭শে নভেম্বর ২০২২ বিকাল ০৪:০৫



ভারতে গাঁজা খোর ইঁদুরের বিরুদ্ধে পুলিশের অভিযোগ

ছবি : সংগৃহীত

নিরাপত্তা বাহিনীর হেফাজতে থাকা শতশত কেজি গাঁজা খেয়ে ফেলেছে ইঁদুর- এমন অভিযোগ করেছে ভারতের উত্তর প্রদেশ পুলিশ। খবর বিবিসির।

ভারতের স্থানীয় গণমাধ্যমের বরাতে বিবিসি জানিয়েছে, উত্তর প্রদেশ পুলিশের দাবি- বিভিন্ন থানায় জব্দ করে রাখা ৭শ কেজি গাঁজার মধ্যে ৫শ কেজিই কেটে নষ্ট করেছে ইঁদুর।

সম্প্রতি রাজ্যের মথুরা জেলার একটি আদালত মাদক মামলার প্রমাণ হিসেবে জব্দ করা গাঁজা হাজির করার নির্দেশ দেয়। এ সময় পুলিশ জানায়, হেফাজতে থাকা সব গাঁজা ইঁদুর খেয়ে ফেলায় তা হাজির করা সম্ভব হচ্ছে না।

আদালতের নথিতে উল্লেখ করা হয়, রাজ্যের প্রায় সব থানায় ইঁদুরের উপদ্রব রয়েছে। ইঁদুর জব্দকৃত এসব মাদক কেটে নষ্ট করে ফেলে। এ নিয়ে এখন ভারতজুড়ে চলছে বিতর্ক।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ