• ঢাকা
  • |
  • শনিবার ৬ই বৈশাখ ১৪৩১ রাত ০১:৩৬:৩৫ (20-Apr-2024)
  • - ৩৩° সে:

রংপুর সিটি নির্বাচনে আইনশৃঙ্খলার অবনতি ঘটবে না ; সিইসি


মঙ্গলবার ১৩ই ডিসেম্বর ২০২২ সন্ধ্যা ০৭:২৩



রংপুর সিটি নির্বাচনে আইনশৃঙ্খলার অবনতি ঘটবে না ; সিইসি

জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান নির্বাচন কমিশনার

সুজন আহম্মেদ, রংপুর প্রতিনিধি :

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। 

এই নির্বাচনে ভেটাররা কোনো বাধার সম্মুখীন হবে না বলেও জানান তিনি। 

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে রংপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সিটি নির্বাচন সিসি ক্যামেরা দিয়ে ঢাকা এবং রংপুর থেকে পর্যবেক্ষণ করা হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার।

দায়িত্বরত পোলিং এজেন্টদেরকে পর্যবেক্ষণ করা হবে জানিয়ে তিনি বলেন, পোলিং এজেন্টরা কোনো সমস্যা করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। এসময় নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অবঃ), নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম, রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন, বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, পুলিশ কমিশনার নুরে আলম মিনা ও জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আগামী ২৭ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ