• ঢাকা
  • |
  • শনিবার ৭ই বৈশাখ ১৪৩১ সকাল ০৬:১৪:১৪ (20-Apr-2024)
  • - ৩৩° সে:

দাফতরিক চিঠি খুলতেই বিস্ফোরণ


বৃহঃস্পতিবার ১লা ডিসেম্বর ২০২২ দুপুর ১২:১১



দাফতরিক চিঠি খুলতেই বিস্ফোরণ

ছবি : সংগৃহীত

দাফতরিক চিঠি খুলতেই হলো বিস্ফোরণ। স্পেনের ইউক্রেনীয় দূতাবাসে এমন ঘটনা হয়েছে। বুধবার (৩০ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে স্প্যানিশ সরকার। খবর রয়টার্সের।

কর্তৃপক্ষ জানায়, মাদ্রিদে ইউক্রেনের দূতাবাসের রাষ্ট্রদূতকে চিঠিটি লেখা হয়েছিল। স্বাভাবিক মেইল প্রক্রিয়ার মাধ্যমে সেটি পৌঁছায় দূতাবাসে। ক্ষুদ্র ও কম ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক রাখা ছিল এতে। এক কর্মকর্তা চিঠিটি খুলতেই হয় বিস্ফোরণ। আহত হন ওই কর্মকর্তা। তবে তার অবস্থা আশঙ্কাজনক নয়।

এ ঘটনার জেরে সব দেশে ইউক্রেনের দূতাবাসের নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। স্পেনকে এ ঘটনা তদন্তের আহ্বানও জানিয়েছে কিয়েভ। এরইমধ্যে ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে পুলিশ। পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা বলেন, এ ধরনের হামলা ও হুমকি দিয়ে ইউক্রেনীয় কূটনীতিকদের কাজ বন্ধ করতে পারবে না।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ