• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই বৈশাখ ১৪৩১ সকাল ০৭:০৫:৫৭ (25-Apr-2024)
  • - ৩৩° সে:

উত্তর কোরিয়ার সাথে কাজ করতে চায় চীন


শনিবার ২৬শে নভেম্বর ২০২২ দুপুর ০১:৫২



উত্তর কোরিয়ার সাথে কাজ করতে চায় চীন

ছবি : সংগৃহীত

আঞ্চলিক-বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় একসাথে কাজ করতে উত্তর কোরিয়ার সর্বোচ্চ শাসক কিম জং উনের প্রতি আহ্বান জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।

পিয়ংইয়ং’য়ে পাঠানো এক চিঠিতে এ বার্তা দিয়েছে বেইজিং। শনিবার (২৬ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কে-সি-এন-এ। এতে দুই দেশের স্বার্থ সংক্রান্ত ইস্যুতে মিল রয়েছে এমন বিষয়ে কাজ করতে আগ্রহ জানান শি। তবে চিঠিতে পারমাণবিক পরীক্ষা চালানো নিয়ে চীনের পক্ষ থেকে কোনো বার্তা দেয়া হয়েছে কিনা সে বিষয়ে কিছু খোলসা করা হয়নি।

মূলত তৃতীয় দফা শি জিনপিং প্রেসিডেন্ট হওয়ার পর কিমের পক্ষ থেকে পাঠানো শুভেচ্ছা বার্তার উত্তরে এমন আহ্বান জানানো হয়েছে। তবে একে দুই দেশের সম্পর্কোন্নয়নের ইঙ্গিত বলে মনে করা হচ্ছে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ