• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই বৈশাখ ১৪৩১ সকাল ০৬:১৬:৪৬ (25-Apr-2024)
  • - ৩৩° সে:

লাভজনক বিধায় রাশিয়া থেকে জ্বালানি কেনা বন্ধ করবে না ভারত: জয়শঙ্কর


বুধবার ৯ই নভেম্বর ২০২২ বিকাল ০৪:২৮



লাভজনক বিধায় রাশিয়া থেকে জ্বালানি কেনা বন্ধ করবে না ভারত: জয়শঙ্কর

দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী

রাশিয়া থেকে জ্বালানি ক্রয় প্রসঙ্গে ভারতের অবস্থান পরিষ্কার করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুব্রামনিয়াম জয়শঙ্কর। রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা বন্ধ করবে না ভারত; কেননা- এটি দেশের জন্য লাভজনক-বলে মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার (৮ নভেম্বর) মস্কো সফরকালে এ ব্যাপারে দিল্লির অবস্থান স্পষ্ট করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

চীনের পর রাশিয়ার জ্বালানি তেলের অন্যতম বড় ক্লায়েন্ট ভারত। ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখোমুখি হয় রাশিয়া। কিন্তু, নিষেধাজ্ঞা উপেক্ষা করে মস্কোর সাথে সম্পর্ক চালিয়ে নিচ্ছে মোদি প্রশাসন। এমনকি, সেপ্টেম্বরে দু’দেশের মধ্যেকার বাণিজ্য ২৩ শতাংশ পর্যন্ত উন্নীত হয়। যা, যুদ্ধ শুরুর আগে দুই শতাংশের মতো ছিলো। বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ ভারত ঐতিহাসিকভাবেই রাশিয়ার অন্যতম মিত্র। সামরিক অভিযানের ব্যাপারে জাতিসংঘে তোলা সব নিন্দা প্রস্তাবই কৌশলে এড়িয়ে গেছে ভারত।

পররাষ্ট্রমন্ত্রী সুব্রামনিয়াম জয়শঙ্কর বলেন, আন্তর্জাতিক বাজারে সবচেয়ে সুবিধাজনক শর্তে ভারতীয় ভোক্তারা প্রবেশাধিকার পাচ্ছেন কি না- সেটা নিশ্চিত করাই আমাদের মৌলিক দায়িত্ব। সত্য বলতে, ভারত-রাশিয়া সম্পর্ক আমাদের বাণিজ্যিক সুবিধা দিচ্ছে। সুতরাং, আমরা সুযোগ পাচ্ছি যেহেতু পাচ্ছি; সম্পর্ক চালিয়ে নিতে চাই আমরাও। এটা যুদ্ধের যুগ নয়। বৈশ্বিক বাণিজ্য পরস্পরের ওপর নির্ভরশীল। ছোট সংঘাতও বড় প্রভাব ফেলতে পারে।

 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ