• ঢাকা
  • |
  • শনিবার ৭ই বৈশাখ ১৪৩১ সকাল ০৭:২৩:১৫ (20-Apr-2024)
  • - ৩৩° সে:

কীভাবে জুতোর ওপর নকশা আঁকবেন


বৃহঃস্পতিবার ১লা সেপ্টেম্বর ২০২২ সকাল ০৮:৩৭



কীভাবে জুতোর ওপর নকশা আঁকবেন

ছবি: সাবিনা ইয়াসমিন

সাধারণ একরঙা জুতাকে চাইলেই নতুন রূপ দেওয়া সম্ভব। একরঙা জুতাগুলো কেনার পর কিছুদিন পরলেন, এরপর এর ওপর এঁকে ফেলতে পারেন নানা নকশা। দেখিয়েছেন রাইবা তাজরীদ

উপকরণ: সাদা জুতা, পারমানেন্ট মার্কার, অ্যাক্রিলিক রং ও পেনসিল।

কীভাবে জুতোর ওপর নকশা আঁকবেন
ছবি: সাবিনা ইয়াসমিন

ধাপ ১: স্নিকারটি ভালোভাবে পরিষ্কার করে নিন। এবার পেনসিলের সাহায্যে পছন্দমতো নকশা এঁকে নিন।

ধাপ ২: পেনসিলে আঁকা লাইনগুলোর ওপর পারমানেন্ট মার্কার দিয়ে আবারও লাইন আঁকুন।

ধাপ ৩: এবার অ্যাক্রিলিক রং দিয়ে নকশাগুলো ভরাট করে নিন।

ধাপ ৪: পুরো নকশার ভেতর যত কম খুঁত থাকবে, দেখতে তত ভালো লাগবে। প্রয়োজন অনুযায়ী আবারও মার্কার ব্যবহার করুন।

কীভাবে জুতোর ওপর নকশা আঁকবেন
ছবি: সাবিনা ইয়াসমিন

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ