• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই বৈশাখ ১৪৩১ দুপুর ১২:০১:১৯ (19-Apr-2024)
  • - ৩৩° সে:

রুমা-রোয়াংছড়িতে ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়ল ৪ ডিসেম্বর পর্যন্ত


সোমবার ২৮শে নভেম্বর ২০২২ দুপুর ০২:০৭



রুমা-রোয়াংছড়িতে ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়ল ৪ ডিসেম্বর পর্যন্ত

ছবি : সংগৃহীত

বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি উপজেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

রোববার (২৭ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরিজি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বান্দরবান সেনা রিজিয়নের আবেদনের পরিপ্রেক্ষিতে পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলার রুমা ও রোয়াংছড়ি উপজেলা আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় থাকবে।

এর আগে গত ১৭ অক্টোবর রুমা ও রোয়াংছড়ি উপজেলায় পর্যটকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়। দ্বিতীয় দফায় নিষেধাজ্ঞা ২৩ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়।

এরপর তৃতীয় দফায় ৩০ অক্টোবর পর্যন্ত নিষেধাজ্ঞায় থানচি ও আলীকদম উপজেলা সংযুক্ত করা হয়। পরে ৮ নভেম্বর পর্যন্ত বান্দরবানের ৪ উপজেলায় ভ্রমণে নিষেধাজ্ঞা জারি ছিল।

এরপর ৮ নভেম্বরের বিজ্ঞপ্তিতে আলীকদম বাদ দিয়ে ১২ নভেম্বর পর্যন্ত রুমা, রোয়াংছড়ি ও থানচি এই ৩ উপজেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল রাখে জেলা প্রশাসন।

পরে ২০ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত রুমা ও রোয়াংছড়ি এই দুই উপজেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়া হয়।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ