• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই বৈশাখ ১৪৩১ দুপুর ০২:২৩:৩৭ (19-Apr-2024)
  • - ৩৩° সে:

বাংলাদেশ এখন আর খাদ্য ঘাটতির দেশ নয়: কৃষিমন্ত্রী


রবিবার ২৭শে নভেম্বর ২০২২ বিকাল ০৩:১৮



বাংলাদেশ এখন আর খাদ্য ঘাটতির দেশ নয়: কৃষিমন্ত্রী

No Caption

বাংলাদেশ এখন আর খাদ্য ঘাটতির দেশ নয়। নেপাল ও শ্রীলঙ্কার মতো দেশে এখন খাদ্য রফতানি করছে বাংলাদেশ, এমন মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

শনিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে যুবরত্ন পদক বিতরন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এ সময় কৃষিমন্ত্রী বিএনপির সমালোচনা করে বলেন, যারা ভিক্ষার মনোবৃত্তি নিয়ে দেশ পরিচালনা করেছে, তাদের দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। শেখ হাসিনা দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে।

অনুষ্ঠানে স্ব স্ব ক্ষেত্রে কৃতিত্বের জন্য টাঙ্গাইলের ১৫ জনকে যুবরত্ন পদক প্রদান করা হয়।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ