• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই বৈশাখ ১৪৩১ সকাল ০৯:৩১:২৩ (26-Apr-2024)
  • - ৩৩° সে:

১০:৩২ এএম, ০৩ নভেম্বর ২০২২


ক্যাটাগরি

বাংলাদেশ
রাজনীতি
আওয়ামী লীগ

বনানীতে জাতীয় চার নেতার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা


বৃহঃস্পতিবার ৩রা নভেম্বর ২০২২ সকাল ১০:৩২



বনানীতে জাতীয় চার নেতার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ছবি : সংগৃহীত

১৯৭৫ এর ৩ নভেম্বর হত্যাকাণ্ডের শিকার জাতীয় চার নেতার কবরে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় রাজধানীর বনানী কবরস্থানে ১৫ আগস্টে নিহতদের প্রতিও শ্রদ্ধা জানান তিনি। প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানানোর পর আওয়ামী লীগ ও অঙ্গ সংঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা জানান।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। এর আগে জেলহত্যা দিবসে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এরপর আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে দলের নেতাকর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এই আনুষ্ঠানিকতা শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ’৭৫ এর ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা এবং ৩ নভেম্বরের জেলহত্যাকাণ্ড একই সূত্রে গাঁথা। দেশের রাজনৈতিক ষড়যন্ত্র ও হত্যা-সন্ত্রাসের মূল হোতা বিএনপি। শেখ হাসিনার নেতৃত্বে হত্যা আর সন্ত্রাসের রাজনীতি দেশ থেকে চিরতরে বন্ধ করার কথাও জানান ওবায়দুল কাদের।

জেলহত্যা দিবসকে ‘জাতীয় শোক দিবস’ ঘোষণার যে দাবি উঠেছে তা সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। পরে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায়।

বনানীতে শ্রদ্ধা জানানো শেষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ১৫ আগস্ট ও ৩ নভেম্বর হত‍্যাকাণ্ডে জড়িত এবং এর পেছনের মানুষদের সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি জানান।

এদিকে, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ দাবি করে বলেন, জিয়াউর রহমান শুধু বঙ্গবন্ধু হত‍্যাকাণ্ড নয়, জাতীয় চার নেতার হত‍্যাকাণ্ডেও জড়িত।

এসময় জেলখানার প্রটোকল ভেঙে আর কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড যাতে না ঘটে, এমন দাবি তোলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ