• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই বৈশাখ ১৪৩১ রাত ১১:২৯:৫৫ (25-Apr-2024)
  • - ৩৩° সে:

মেডিকেল বর্জ্য আলাদা করে সংগ্রহ করে ধ্বংসের ব্যবস্থা করা হচ্ছে: মেয়র তাপস


বৃহঃস্পতিবার ১লা ডিসেম্বর ২০২২ সকাল ১১:৫৪



মেডিকেল বর্জ্য আলাদা করে সংগ্রহ করে ধ্বংসের ব্যবস্থা করা হচ্ছে: মেয়র তাপস

ছবি : সংগৃহীত

মেডিকেল বর্জ্য আলাদা করে সংগ্রহ করে ধ্বংসের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস।

বুধবার (৩০ নভেম্বর) খিলগাঁও তালতলা কবরস্থানের সংস্কার ও আধুনিক মসজিদ নির্মাণ কাজের উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

মেয়র বলেন, কবরস্থান দখলমুক্তের পাশাপাশি দৃষ্টিনন্দন ফুটপাত, অফিস কক্ষ ছাড়াও জলাবদ্ধতা নিরসনে মাটি ভরাট করা হবে কবরস্থানে। ১৩ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে কবরস্থানে মাটি ভরাট, বাউন্ডারি, টাইলসসহ ফুটপাত নির্মাণ করা হবে। কাজ শেষ হবে ২০২৩ সালের ডিসেম্বরে।

তিনি বলেন, ঢাকাবাসীকে পর্যায়ক্রমে ওয়ার্ডভিত্তিক সকল সুবিধা দেয়া হবে। অগ্রাধিকার ভিত্তিতে সামাজিক অনুষ্ঠান কেন্দ্র, খেলার মাঠসহ নানা উন্নয়ন কাজ করা হচ্ছে বলেও জানান তিনি।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ