• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই বৈশাখ ১৪৩১ সকাল ১১:৪১:৩৭ (25-Apr-2024)
  • - ৩৩° সে:

শীর্ষে থেকেই বিরতিতে যাচ্ছে বায়ার্ন


রবিবার ১৩ই নভেম্বর ২০২২ দুপুর ১২:১৭



শীর্ষে থেকেই বিরতিতে যাচ্ছে বায়ার্ন

ছবি : সংগৃহীত

কাতার বিশ্বকাপের আগে এই সপ্তাহের ম্যাচই ছিল ক্লাবগুলোর শেষ ম্যাচ। এরপর নির্বাচিত খেলোয়াড়রা নিজ নিজ দলের সঙ্গে যোগ দেবেন বিশ্বকাপের জন্য। আর শেষ সপ্তাহের ম্যাচে জয় পেয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। শালকের বিপক্ষে ২-০ গোলের জয়ে টেবিল টপার থেকেই বিশ্বকাপের বিরতিতে যাচ্ছে জুলিয়ান নাগেলসম্যানের দল।

শনিবার (১২ নভেম্বর) শালকের মাঠভেলটিন্স এরিনায়স্বাগতিকদের কোনোধরনের সুযোগদেয়নি জার্মানচ্যাম্পিয়নরা। এদিনসেরা একাদশনিয়েই মাঠেনেমেছিল বায়ার্ন।ম্যাচের প্রথমহাফ শেষহওয়ার মিনিটদশেক আগেগোল করেদলকে এগিয়েদেন গিন্যাব্রি।এরপর দ্বিতীয়হাফের সাতমিনিটে গোলকরেন চুপোমুয়েতেং। এইদুই গোলেইজয় নিশ্চিতহয় বায়ার্নের। 

ম্যাচে মাত্রদুই গোলহলেও প্রতিপক্ষেরপোস্টে এদিন২১টি শটনিয়েছে বায়ার্নখেলোয়াড়রা। এছাড়াওবল দখলেযোজন যোজনএগিয়ে ছিললিগ লিডাররা।পুরো ম্যাচে৭০ শতাংশবল দখলেরেখেছে বায়ার্নখেলোয়াড়রা। 

এদিকে এইম্যাচে বায়ার্নেরহয়ে একটিরেকর্ড গড়েছেনদলের জার্মানখেলোয়াড় জামালমুসিয়ালা। তিনিবায়ার্নের হয়েপ্রথম টিনএজারহিসেবে ১০০ম্যাচ খেলাররেকর্ড গড়েছেন।বর্তমানে তারবয়স ১৯বছর। 

এদিকে টেবিলেরদ্বিতীয় স্থানেথাকা দললাইপজিগও জয়পেয়েছে ব্রেমেনেরবিপক্ষে। তারাব্রেমেনকে হারিয়েছে২-১গোলে।     

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ