• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই বৈশাখ ১৪৩১ সকাল ০৯:০৩:১৪ (27-Apr-2024)
  • - ৩৩° সে:

যতটুকু প্রয়োজন, আইএমএফ থেকে ততটুকু ঋণই নেয়া হচ্ছে: পরিকল্পনামন্ত্রী


বৃহঃস্পতিবার ১০ই নভেম্বর ২০২২ বিকাল ০৫:৫৬



যতটুকু প্রয়োজন, আইএমএফ থেকে ততটুকু ঋণই নেয়া হচ্ছে: পরিকল্পনামন্ত্রী

ছবি : সংগৃহীত

দেশের জন্য যতটুকু প্রয়োজন, ততটুকু ঋণই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে নেয়া হচ্ছে। প্রয়োজনে আরও নেয়া হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাজধানীর র্ফামগেটে দ্য ডেইলি স্টার ভবনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

প্রসঙ্গত, গতকাল বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, বাংলাদেশ আইএমএফের ঋণ পাচ্ছে। নিজেদের জন্যই সংস্থাটির দেয়া শর্ত বাস্তবায়ন দরকার।

আ হ ম মুস্তফা কামাল সে সময় বলেছেন, আমরা যেভাবে চেয়েছিলাম, আইএমএফ সেভাবেই আমাদের ঋণ দিচ্ছে। আইএমএফের ঋণ আমরা পেতে যাচ্ছি ইনশাল্লাহ।

আইএমএফ আগামী তিন মাসের মধ্যে ঋণ অনুমোদন করবে। ঋণের পরিমাণ সাড়ে ৪ বিলিয়ন ডলার। সাত কিস্তিতে ২০২৬ সাল পর্যন্ত এ ঋণ আসবে। প্রথম কিস্তি আসবে আগামী বছরের ফেব্রুয়ারিতে। বাকি ঋণ প্রতি ছয় মাস অন্তর অন্তর ৬৬০ মিলিয়ন এসডিআর (স্পেশাল ড্রয়িং রাইটস) হিসেবে ৬টি সমান কিস্তিতে ২০২৬ সালের মধ্যে পাওয়া যাবে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ