• ঢাকা
  • |
  • বুধবার ৩রা বৈশাখ ১৪৩১ রাত ১২:২২:০০ (17-Apr-2024)
  • - ৩৩° সে:

উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব নিয়ে উত্তেজনা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে


মঙ্গলবার ২২শে নভেম্বর ২০২২ সন্ধ্যা ০৬:৩০



উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব নিয়ে উত্তেজনা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে

ছবি : সংগৃহীত

উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিন্দা জানানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। ক্ষেপণাস্ত্র পরীক্ষা ইস্যুতে পিয়ংইয়ংয়ের ওপর নিন্দা প্রস্তাব উত্থাপনের আহ্বান জানানো হলেও এতে ভেটো দেয় রাশিয়া ও চীন। ফলে এ সংক্রান্ত আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্তই নেয়া সম্ভব হয়নি। এ সময় নিরাপত্তা পরিষদের চীনা ও রুশ প্রতিনিধিদের সাথে তর্কে জড়িয়ে পড়েন মার্কিন প্রতিনিধিরা। খবর সংবাদ সংস্থা এপির।

সোমবার (২১ নভেম্বর) জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব উত্থাপন করা হয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। এতে চীন ও রাশিয়া ভেটো দিলেও কঠোর ভাষায় উত্তর কোরিয়ার নিন্দা জানায় যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স।

গত শুক্রবার নতুন ধরনের আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানার সক্ষমতা রয়েছে এই ক্ষেপণাস্ত্রের। চলতি মাসেই উত্তর কোরিয়া স্বল্প, মাঝারি ও দূর পাল্লার ৩০টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুনঃ