• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই চৈত্র ১৪৩০ রাত ০৯:০৪:২৩ (28-Mar-2024)
  • - ৩৩° সে:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট


বুধবার ২৯শে মার্চ ২০২৩ সকাল ১১:২৭



ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

ছবি সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকা থেকে সোনারগাঁয়ের মেঘনা ছাড়িয়ে প্রায় ২৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজট দেখা দিয়েছে। 

বুধবার (২৯ মার্চ) ভোর থেকে এ যানজট দেখা যায়। 

মূলত দেশ-বিদেশের লাখ লাখ পূণ্যার্থী লাঙ্গলবন্দ স্নান উপলক্ষে বন্দরের লাঙ্গলবন্দে ব্রম্মপুত্র নদের তীরের যাত্রাকে ঘিরে এ যানজটের সৃষ্টি হয়েছে।

স্নানোৎসবকে ঘিরে মধ্যরাত থেকেই মানুষের ঢল নামে। বিভিন্ন বাস, মাইক্রোবাস, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনে করে আসছেন পূণ্যার্থীরা। মদনপুর স্ট্যান্ডকে ঘিরে যানজট আরও প্রকট হয়েছে বলে জানা গেছে।

কাচপুর হাইওয়ে থানার টিআই (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মোহাম্মদ ইব্রাহিম জানান, লাঙ্গলবন্দ স্নানকে ঘিরে পূণ্যার্থীদের আগমনকে ঘিরে যানবাহনের অতিরিক্ত চাপে এ দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। যানজট নিয়ন্ত্রণে কাজ করছে হাইওয়ে ও জেলা পুলিশ।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ