• ঢাকা
  • |
  • শনিবার ৭ই বৈশাখ ১৪৩১ বিকাল ০৪:৫৫:১৮ (20-Apr-2024)
  • - ৩৩° সে:

ঠোঁটের হাসি চোখের কোণে হারিয়ে যায়: মিথিলা


বৃহঃস্পতিবার ১৯শে জানুয়ারী ২০২৩ বিকাল ০৩:৩২



ঠোঁটের হাসি চোখের কোণে হারিয়ে যায়: মিথিলা

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক: 

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। অভিনয়ের পাশাপাশি লেখালেখিও করে থাকেন। এখন পর্যন্ত বেশ কয়েকটি গানের কথাও লিখেছেন এ তারকা। তাহসানের সঙ্গে গাওয়া তার লেখা ‘রোদেলা দুপুরে’ তো একসময় তুমুল জনপ্রিয় ছিল। 

এসবের বাইরেও সরব আছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। মিথিলা এবার নতুন কবিতা লিখলেন। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে সেই কবিতা নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ভাগও করে নিয়েছেন। সঙ্গে জুড়ে দিয়েছেন তিনটি সদ্য তোলা ছবি। 

ছবিতে সাদা রঙের শাড়িতে শুভ্র দেখা যাচ্ছে দুই বাংলার অভিনেত্রীকে। ছবির সঙ্গে কবিতার কথাগুলো মিলেমিশে যেন একাকার। মন্তব্যের ঘরে অনেকেই অভিনেত্রীকে প্রশংসায় ভাসাচ্ছেন।

তবে মিথিলার কবিতাজুড়ে আছে অজানা এক অভিমানের সুর।

মিথিলার লেখাটি হুবহু পাঠকের জন্য প্রকাশ করা হলো।

মন খারাপের দুপুরগুলো এমনই হয়

ঠোঁটের হাসি চোখের কোনে হারিয়ে যায়

বইয়ের পাতায় বুকমার্কটা থমকে থাকে

মাথার ভেতর আবোলতাবোল চলতে থাকে

ভাবনাগুলো কক্ষপথে ঘুরেফিরে

আবার যখন সেই শূন্যে এসেই থামে

মনকে বোঝাই শূন্যটাকেই আপন করে

নকল হাসি লেপটে নিয়ে মুখের পরে

যাহোক হবে, এ ব্রহ্মাণ্ডে কতই তো হয়

মন খারাপের দুপুরগুলো এমনই হয়।

মন্তব্য করুনঃ