• ঢাকা
  • |
  • বুধবার ১১ই বৈশাখ ১৪৩১ সকাল ০৯:৪২:৩৯ (24-Apr-2024)
  • - ৩৩° সে:

গুজরাটে সিনেমা হলে ঢুকে পাঠান ছবির হোল্ডিং ভাঙচুর


বৃহঃস্পতিবার ৫ই জানুয়ারী ২০২৩ দুপুর ০২:৪৯



গুজরাটে সিনেমা হলে ঢুকে পাঠান ছবির হোল্ডিং ভাঙচুর

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক: 

শাহরুখ খান ও দীপিকা পাডুকনের পাঠান ছবি নিয়ে বিতর্ক আরও দানা বেঁধে উঠছে। সিনেমাটির ‘বেশরম রং’ গানটি মুক্তির পর তৈরি হয় বিতর্ক। সেন্সর বোর্ড সিনেমাটিতে কাঁচি চালিয়েছে। তারপর বিতর্ক থামেনি। বুধবার (৪ জানুয়ারি) গুজরাটে বিক্ষোভে ফেটে পড়েন বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের কর্মীরা। আহমেদাবাদে একটি শপিং মলে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় শাহরুখ-দীপিকার এ সিনেমার বড় হোর্ডিং। 

এ সময়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, একদল যুবক সিনেমা হলের সামনে এসে ‘পাঠান’ সিনেমার পোস্টার ও হোর্ডিং উপড়ে ফেলে ভাঙচূড় করছে। বিক্ষোভকারীরা ক্রমাগত ‘জয় শ্রী রাম’ স্লোগান দিচ্ছিল। এক বিক্ষোভকারীর হাতে গদাও দেখা যায়। 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। জানা যায়, পুলিশ ঘটনাস্থল থেকে ৫ কর্মীকে আটক করেছে। যদিও পরে তাদের ছেড়ে দেওয়া হয়। বিশ্ব হিন্দু পরিষদের গুজরাট ইউনিট জানিয়েছেন, এই সিনেমাকে তারা এই রাজ্যে প্রদর্শনের অনুমতি দেবে না। গুজরাট ভিএইচপি মুখপাত্র হিতেন্দ্রসিংহ রাজপুত বুধবারের ঘটনার পরিপ্রেক্ষিতে বলেন, ‘‘আমরা গুজরাটে ‘পাঠান’ সিনেমা প্রদর্শনীর অনুমতি দেব না। এই ঘটনার মধ্য দিয়ে সকল হল মালিকদের সতর্ক করে দেওয়া হলো।’’ 

‘বেশরম রং’ গান নিয়ে প্রথমে আনুষ্ঠানিকভাবে আপত্তি জানান মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রা। এ গানের শিরোনাম, কথা, পোশাকের সবুজ ও গেরুয়া রং নিয়ে ঘোর আপত্তি জানিয়ে তিনি বলেন— ‘যদি এই গানের এসব বিষয় সংশোধন না করা হয়, তবে মধ্যপ্রদেশে সিনেমাটি মুক্তি পাবে কিনা তা বিবেচনা করবে সরকার।’ 

‘এ গানের কস্টিউম আপত্তিকর। এটি পরিষ্কার বোঝা যাচ্ছে, পাঠান সিনেমার এই গান নোংরা মানসিকতা নিয়ে বানানো হয়েছে।’ বলেন মন্ত্রী। 

তারপর শাহরুখ খানের কুশপুত্তলিকা পোড়ানো, দীপিকাকে নিয়ে কটূক্তি— এমন অনেক ঘটনাই ঘটিয়েছেন ‘পাঠান’ সিনেমা বয়কটকারীরা। সম্প্রতি শাহরুখ খানকে জীবন্ত পুড়িয়ে মারার হুমকি দেন অযোধ্যার সাধু পরমহংস আচার্য। এ পরিস্থিতিতে সেন্সর বোর্ডের ছাড়পত্রের জন্য জমা দেওয়া হয় সিনেমাটি। কিন্তু ছাড়পত্র মেলেনি। পরে সিনেমাটির নানা দৃশ্য ও সংলাপ কাটাকুটির গত ২ জানুয়ারি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে বলে খবর প্রকাশ করেছে বলিউড হাঙ্গামা। কিন্তু তাতেও বিতর্ক বন্ধ হয়নি। 

‘পাঠান’ সিনেমা পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। এটি প্রযোজনা করছেন আদিত্য চোপড়া। সিনেমাটির অন্যান্য চরিত্রে দেখা যাবে— দীপিকা পাড়ুকোন, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌরকে। তা ছাড়াও ক্যামিও চরিত্রে দেখা যাবে সালমান খানকে। আগামী ২৫ জানুয়ারি সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

মন্তব্য করুনঃ