• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই চৈত্র ১৪৩০ সন্ধ্যা ০৬:৫৩:৫৫ (29-Mar-2024)
  • - ৩৩° সে:

যে দলই সন্ত্রাস ও নৈরাজ্য করবে তাকে তার জবাব দিতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী


বুধবার ২১শে ডিসেম্বর ২০২২ দুপুর ০১:১৬



যে দলই সন্ত্রাস ও নৈরাজ্য করবে তাকে তার জবাব দিতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যে দলই সন্ত্রাস ও নৈরাজ্য করবে তাকে তার জবাব দিতে হবে। রাজনৈতিক দলগুলো নিয়ম কানুন মেনে রাজনীতি করতে হবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে, পুলিশ বাহিনী দেশপ্রেম ও বীরত্বের সাথে কাজ করছে। 

বুধবার সকাল সাড়ে ১০ টায় রাজশাহীর বাঘায় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব কথা বলেন। 

সীমান্তে বাংলাদেশিদের হত্যার প্রসঙ্গে তিনি বলেন, সীমান্তে যে হত্যাকাণ্ডগুলো হয় তার পেছনে কারণ রয়েছে। ভারতের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। সীমান্তে হত্যাকাণ্ডগুলো খতিয়ে দেখা হচ্ছে। আমরা ভারতকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছি তারা যেন সীমান্তে হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নামিয়ে আনে। এজন্য তাদেরকে (বিএসএফ) সীমান্ত এলাকায় ভারী অস্ত্র ব্যবহার না করার অনুরোধ জানানো হয়েছে। তারাও আমাদের কথা দিয়েছে। 

মন্ত্রী বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ যাতে না হয় সেজন্য আমাদেরকে তারা কাজ করতে বলেছে। সীমান্তে যেকোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হলে আমরা উভয় দেশ পতাকা বৈঠকের মাধ্যমে তা সমাধান করছি। বিজিবি বিএসএফের সব সময় কথা বলার জায়গা থেকে যায় পতাকা বৈঠকের মাধ্যমে। দুই দেশের চুক্তি মতো কাজ না হলে পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে সেই বিষয়ে অবগত করা হয়। 

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মাঠ পর্যায়ের কার্যক্রম আরও গতিশীল এবং যুগোপযোগী করার জন্য সমগ্র বাংলাদেশের ১৩টি উপজেলায় উপজেলা আনসার ও ভিডিপি মডেল ভবন নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে এবং ৯টি উপজেলা আনসার ও ভিডিপি, নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলার বাঘা এবং তানোর উপজেলার উপজেলা আনসার ও ভিডিপি মডেল ভবন করা হয়। 

অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ