• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই মাঘ ১৪৩১ সন্ধ্যা ০৭:৫৭:০৩ (21-Jan-2025)
  • - ৩৩° সে:

০৪:২০ এএম, ২৪ সেপ্টেম্বর ২০২২


ক্যাটাগরি

বাংলাদেশ
বাণিজ্য
প্রিয় ঢাকা
সারাদেশ
স্বাস্থ্য
ফিচার
এক্সক্লুসিভ

রাজধানীতে কাপড়ের রং ও বিষাক্ত রাসায়নিক দিয়ে তৈরি হচ্ছে চকলেট-জুস


শনিবার ২৪শে সেপ্টেম্বর ২০২২ ভোর ০৪:২০



রাজধানীতে কাপড়ের রং ও বিষাক্ত রাসায়নিক দিয়ে তৈরি হচ্ছে চকলেট-জুস

No Caption

কাপড়ে ব্যবহৃত রং, কৃত্রিম ফ্লেভার, ঘনচিনি ও স্যাকারিনের দ্রবণ মিশিয়ে তৈরি হচ্ছে চকলেট, জুস। যা খেয়ে অসুস্থ হচ্ছে শিশুরা। এসব ভেজাল খাবারের ফলে পেটের পিড়া, পেটে ঘা, আলসার, চর্মরোগ, লিভার ও কিডনি রোগে আক্রান্ত  হচ্ছে শিশুরা । এমনকি ঘটতে পারে মৃত্যুও। ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি থাকলেও রাজধানী জুড়ে ছড়িয়ে থাকা এমন ভেজাল খাবার তৈরির কারখান ছড়িয়ে পড়ছে দেশব্যাপী।

দিনের বেলাতেও আবছা অন্ধকার। নোংরা পরিবেশ। দরজা বন্ধ। কোনোভাবেই বুঝার উপায় নেই এমন অস্বাস্থ্যকর পরিবেশেই তৈরি হচ্ছে চকলেটসহ শিশুদের নানা খাবার। এমনি একটি কারখানা সুভেল লজেন্স ফ্যাক্টরী।

পুরান ঢাকার সোয়ারিঘাট এলাকার ওই কারখানায় গিয়ে দেখা গেছে এমন নোংরা দৃশ্য। রাজধানীর কামরাঙ্গীচর ও কেরানীগঞ্জে রয়েছে শত শত অবৈধ কারখানা। এসব কারখানায় তৈরি চকলেট, জুস প্রকাশ্যে বিক্রি হচ্ছে রাজধানীসহ সারা দেশের বিভিন্ন বাজারে।

বাজার থেকে নানা রঙ্গের বাহারি এসব খাবারে তীব্র আকর্ষণ শিশুদের। নিশ্চিন্তি কিনছেন অভিভাবকরা। তা খেয়ে অসুস্থ হচ্ছে শিশুরা। সরকারি শিশু হাসপাতালে গিয়ে দেখা গেছে, বেশিরভাগ শিশুই ভর্তি হচ্ছে, পেটের পিড়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে। বিশেষজ্ঞরা জানান, প্রতি বছর যত শিশু মারা যাচ্ছে তার ১০ ভাগের মৃত্যুর কারণ ভেজাল খাদ্য।

ডা. আবিদ হোসেন মোল্লা, সাবেক প্রধান, শিশু বিভাগ, ডিএমসিএইচ

বিশেষজ্ঞরা মনে করছেন এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। সেইসঙ্গে সচেতন হতে হবে অভিভাকদেরও।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->