• ঢাকা
  • |
  • শনিবার ৭ই বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৬:৫৯:৪১ (20-Apr-2024)
  • - ৩৩° সে:

তুরস্কের অভিযানে অন্তত ২৫৪ কুর্দি বিদ্রোহী নিহত, পাঁচ শতাধিক গোপন আস্তানা ধ্বংস


বৃহঃস্পতিবার ২৪শে নভেম্বর ২০২২ দুপুর ১২:০১



তুরস্কের অভিযানে অন্তত ২৫৪ কুর্দি বিদ্রোহী নিহত, পাঁচ শতাধিক গোপন আস্তানা ধ্বংস

ছবি : সংগৃহীত

সিরিয়া-ইরাকে চলমান তুরস্কের বিমান অভিযানে প্রাণ হারিয়েছে কমপক্ষে ২৫৪ কুর্দি বিদ্রোহী। গতকাল বুধবার (২৩ নভেম্বর) সংবাদ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন তুর্কি প্রতিরক্ষামন্ত্রী হুলিসি আকার। খবর এপির।

হুলিসি আকার জানান, গেলো চারদিনের সামরিক তৎপরতায় ধ্বংস হয়েছে বিদ্রোহীদের পাঁচ শতাধিক গোপন আস্তানা। খুব শিগগিরই স্থলাভিযান শুরু করার ঘোষণাও ইতোমধ্যে দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

বুধবার পার্লামেন্ট অধিবেশনে চলমান সামরিক অভিযানের প্রয়োজনীয়তা তুলে ধরেন তুর্কি প্রেসিডেন্ট। বলেন, দেশের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত বিদ্রোহীমুক্ত করতে তৎপর সেনাবাহিনী ও সরকার। মূলত গেলো ১৩ নভেম্বর ইস্তাম্বুলের ব্যস্ত লোকালয়ে ঘটে জোরালো বিস্ফোরণ। যাতে প্রাণ হারান কমপক্ষে ৮ জন, আহত হন ৮১ জনের বেশি। এর পেছনে সন্ত্রাসী কালো তালিকাভুক্ত কুর্দি বিদ্রোহী সংগঠন পিকেকে এসডিএফ জড়িত, এমন অভিযোগ আঙ্কারার। সংগঠনগুলোকে নির্মূলের উদ্দেশ্যেই প্রতিবেশী দুই দেশ সিরিয়া ও ইরাকে অভিযান চালাচ্ছে এরদোগান প্রশাসন।

রিসেপ তাইয়েপ এরদোগান বলেন, সীমান্ত থেকে আসা হুমকি কমাতে তৎপর তুর্কি সামরিক বাহিনী। কোনো বাধা ছাড়াই কুর্দি বিদ্রোহীদের গোপন আস্তানায় বিমান অভিযান চালানো হচ্ছে। সুবিধাজনক সময়ে শুরু করবো স্থলাভিযানও। সেদিন খুব বেশি দূরে নেই, যেদিন বিদ্রোহীদের আশ্রয়ের জন্য ব্যবহৃত সুড়ঙ্গগুলোই তাদের কবরে পরিণত হবে।

মন্তব্য করুনঃ