• ঢাকা
  • |
  • বুধবার ১১ই বৈশাখ ১৪৩১ দুপুর ১২:১৯:১৪ (24-Apr-2024)
  • - ৩৩° সে:

জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলি সামাদের জন্মদিন আজ


রবিবার ৮ই জানুয়ারী ২০২৩ বিকাল ০৩:১১



জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলি সামাদের জন্মদিন আজ

ছবি সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলি সামাদ। আজ নন্দিত এই অভিনেতার শুভ জন্মদিন। 

১৯৪৫ সালের ৮ জানুয়ারি মুন্সীগঞ্জের সদর উপজেলার নয়াগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন টেলি সামাদ। অভিনেতার পুরো নাম আবদুস সামাদ। তিনি চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি টেলিভিশন ও মঞ্চ নাটকেও অভিনয় করেছেন। 

এ ছাড়া গায়ক এবং সংগীত পরিচালক হিসেবেও কাজ করেছেন তিনি। ‘মনা পাগলা’ সিনেমায় সংগীত পরিচালনার পাশাপাশি প্রায় অর্ধশতাধিক ছবির গানে কণ্ঠ দিয়েছেন টেলি সামাদ। বরেণ্য এই অভিনেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। 

১৯৭৩ সালে ‘কার বউ’ ছবিতে কৌতুকাভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন টেলি সামাদ। ‘নয়নমণি’ ও ‘পায়ে চলার পথ’-এর মতো ছবিতে অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। চার দশকে তার দীর্ঘ এই অভিনয়ের ক্যারিয়ারে ৬০০ ছবিতে অভিনয় করেছেন। 

২০১৯ সালের ৬ এপ্রিল দুপুর ১টা ৩০ মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালে মারা যান তিনি। অভিনেতার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে আছে কুমারী মা, আমার স্বপ্ন আমার সংসার, জিরো ডিগ্রী, মায়ের চোখ, রিকসাওয়ালার ছেলে, মন বসে না পড়ার টেবিলে, কেয়ামত থেকে কেয়ামত, সাথী হারা নাগিন, গোলাপী এখন ট্রেনে, ভাত দে, সুজন সখী, নাগরদোলা ইত্যাদি। ২০১৯ সালের ৬ এপ্রিল মৃত্যুবরণ করেন তিনি।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ