• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই চৈত্র ১৪৩০ বিকাল ০৩:৩৪:৫৮ (29-Mar-2024)
  • - ৩৩° সে:

পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন আরআরআর এর সংগীত পরিচালক


শনিবার ২৮শে জানুয়ারী ২০২৩ দুপুর ১২:১৮



পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন আরআরআর এর সংগীত পরিচালক

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক :

গোল্ডেন গ্লোবস আর ক্রিটিক্‌স চয়েস অ্যাওয়ার্ডের পর অস্কারে মনোনয়ন পাওয়া, রাজমৌলি পরিচালিত ব্লকবাস্টার ছবি ‘আরআরআর’কে নিয়ে দৌড়ে আরও এগিয়ে যাচ্ছে ভারত। এই ছবির গান ‘নাটু নাটু’ এখন আন্তর্জাতিকভাবেও স্বীকৃত। তাই দেশের এই অভূতপূর্ব অর্জনকে এবার জাতীয় পর্যায় থেকেও স্বীকৃতি দিতে চলেছে ভারত। দেশটির চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মশ্রী দেয়া হচ্ছে এই গানের সংগীত পরিচালক এমএম কীরাবানিকে। খবর হিন্দুস্তান টাইমসের।

আরআরআর ছবির মাধ্যমেই প্রথমবারের মতো গোল্ডেন গ্লোবস পুরস্কার ঘরে তুলতে পেরেছে ভারত। সেরা মৌলিক গান হিসেবে অস্কারের জন্য মনোনয়ন পাওয়া আরও বড় স্বপ্ন সত্যি হওয়ার ঘটনা। ‘নাটু নাটু’ গানের মাধ্যমে গোটা বিশ্বের শিল্প জগতের সামনে এক ভিন্নরূপে নিজেদের তুলে ধরতে পেরেছে ভারত। আর এই অনুভূতিকে আরও বহুমূল্য করে তুলতেই গানের কারিগরকে দেয়া হচ্ছে পদ্মশ্রী।

দেশের অন্যতম শীর্ষ এই সম্মাননায় ভূষিত হয়ে আবেগপ্রবণ কীরাবানি কৃতজ্ঞতা জানিয়েছেন তার বাবা-মা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে তিনি লেখেন, ভারত সরকারের বেসামরিক পুরস্কারে জন্য ভীষণভাবে সম্মানিত বোধ করছি আমি। এই উপলক্ষ্যে আমার বাবা-মা এবং কবিতাপু সীথান্না গারু থেকে কুপ্পালা বুলিস্বামী নাইডু গারু পর্যন্ত আমার সমস্ত শুভাকাঙ্কীদের প্রতি শ্রদ্ধা জানাই।

কীরাবানির এ অর্জনে আনন্দিত ছবির পরিচালক রাজমৌলিও। সহকর্মী ছাড়াও বাস্তবজীবনে তাদের সম্পর্ক আত্মীয়তার। তাই এই খুশির সময় তাকে শুভেচ্ছা জানাতে ভোলেননি রাজমৌলিও। একই সাথে সোশ্যাল মিডিয়াতেও শুভেচ্ছা ও শুভকামনায় ভরে গেছে কীরাবানির পোস্টের কমেন্ট বক্স। তাই অবলিলায় বলা চলে, সংগীত পরিচালক এমএম কীরাবানি এখন তার জীবনের অন্যতম সেরা সময় উপভোগ করছেন।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ