• ঢাকা
  • |
  • শনিবার ৭ই বৈশাখ ১৪৩১ দুপুর ০১:৩৫:০৬ (20-Apr-2024)
  • - ৩৩° সে:

চোখের পাতা কাঁপা বা লাফালে কী হয় জানেন?


শনিবার ১২ই নভেম্বর ২০২২ সন্ধ্যা ০৬:২৭



চোখের পাতা কাঁপা বা লাফালে কী হয় জানেন?

ছবি : সংগৃহীত

নারী-পুরুষ উভয়েরই অমূল্য সম্পদ তাদের দুটি চোখ। এই চোখ দিয়েই আমরা দেখি রঙিন এই দুনিয়ার নানা দৃশ্য। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই মূল্যবান চোখ হঠাৎই অজানা কারণে কেঁপে ওঠে কেন? আর যদি চোখ কেঁপে বা লাফিয়ে ওঠে তবে এর ফলাফলই বা কী?

অনেকে অবশ্যহঠাৎ চোখকেঁপে ওঠাবা লাফিয়েওঠাকে খারাপকোনো অঘটনেরসঙ্গে তুলনাকরে থাকে।কিন্তু তাকতটা যুক্তিযুক্তজানেন কি?

চিকিৎসা শাস্ত্রে, এই সমস্যাটিরনাম ‘মাইয়োকিমিয়া’।দিনে দুইবারএই সমস্যাটিরসম্মুখীন হলেতা স্বাভাবিকমনে করছেনবিশেষজ্ঞরা। তবেমাত্রাতিরিক্ত বাবিরক্তির কারণহয়ে দাঁড়ালেতা অবশ্যইচিন্তার বিষয়।

চিকিৎসকরা বলছেন, ৬টি মারাত্মকস্বাস্থ্য সমস্যারকারণ চোখেরপাতা কেঁপেবা লাফিয়েউঠতে পারে।প্রথমে সাধারণতিনটি কারণেরকথাই জানাই।মানসিক চাপবা দুশ্চিন্তা, ক্লান্তিবোধ,অতিরিক্তক্যাফেইন ওঅ্যালকোহল সেবনেচোখ কাঁপাসমস্যায় ভুগতেপারেন আপনি।এই তিনটিকারণের প্রতিকারকিন্তু আপনারহাতেই রয়েছে।আপনি চাইলেইএর সমাধানকরে এইসমস্যা থেকেমুক্তি পেতেপারেন।

গুরুতর তিনটিকারণের মধ্যেরয়েছে দৃষ্টিগতসমস্যা, পুষ্টির ভারসাম্যহীনতা এবংঅ্যালার্জির সমস্যা।এর যেকোনোএকটি কারণেচোখ কাঁপাসমস্যায় ভুগলেএকজন দক্ষচিকিৎসকের শরণাপন্নহওয়া উচিত।

কেননা দৃষ্টিগতসমস্যায় মানুষেরচোখের জ্যোতিকমে আসতেশুরু করে।এমন পরিস্থিতিতেযদি রোগীপ্রয়োজনীয় চিকিৎসানিতে শুরুনা করেতবে রোগীরচোখের জ্যোতিআরও কমেযাওয়ার আশঙ্কারয়েছে।

পুষ্টির ভারসাম্যেরঅভাবে চোখকাঁপা শুরুকরলে চিকিৎসকরাধরে নেনশরীরে ম্যাগনেসিয়ামেরঘাটতি রয়েছে।যে কারণেসঠিক ডায়েটপ্ল্যান আরওষুধ এখানেগুরুত্বপূর্ণ ভূমিকারাখে, যা একজন চিকিৎসকছাড়া মোটেওসম্ভব নয়।

আর অ্যালার্জিরকারণে যদিচোখ কাঁপাসমস্যার শুরুহয় তবেআপনার চোখেরপানির সঙ্গেহিস্টামিন নির্গতহচ্ছে বলেধরে নেয়াহয়। যাসঠিক সময়েরোগী চিকিৎসানা নিলেবিপদের কারণহয়ে দাঁড়াতেপারে। তাইএমন সমস্যারসম্মুখীন হলেদেরি নাকরে প্রয়োজনীয়চিকিৎসা গ্রহণকরুন আরবিপদমুক্ত থাকুন।  

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ