মোঃ শামীম হোসেন, জামালপুর:
সিরাজগঞ্জ জামলপুরে সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। তবে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধির হার কিছুটা কমলেও বিভিন্ন পয়েন্টে বিপৎসীমার ৬১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
ইতোমধ্যে বন্যাকবলিত হয়ে পড়েছে জেলার পাঁচটি উপজেলার ৩৪টি ইউনিয়নের অর্ধলাখ মানুষ। বসতবাড়ি পানিতে তলিয়ে যাওয়ায় বন্যাকবলিত মানুষেরা উঁচু স্থানে আশ্রয় নিচ্ছেন। এদিকে, পানি উঠে পড়ায় জেলার ৫১টি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে। তবে বন্যায় সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছে চরাঞ্চল ও নিম্নাঞ্চলের মানুষ। অন্যদিকে সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে জামালপুরেও। পানিবন্দি অবস্থায় লাখো মানুষ।
রোববার সকালে দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি বিপৎসীমার ৮৭ সেন্টিমিটার ও সরিষাবাড়ীর জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে বিপৎসীমার ১শ ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে দেখা গেছে। এতে জেলার ৪২টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এদিকে, চলমান বন্যায় দেশের ১৮ জেলায় ২০ লাখ মানুষ ক্ষয়ক্ষতির শিকার হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান।
মন্তব্য করুনঃ