চ্যানেল এস ডেস্ক:
মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের জের ধরে নাফ নদীর ওপারে মংডু শহর ঘিরে তুমুল লড়াই চলছে। মিয়ানমারের অভ্যন্তরে হওয়া গোলাগুলি ও বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে টেকনাফ।
সীমান্ত এলাকার মানুষ জানিয়েছেন মঙ্গলবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত মিয়ানমারের কাউয়ারবিল এবং পেরাংপুরু এলাকায় একের পর এক মর্টারশেল, ব্রাশ ফায়ার, রকেট লাঞ্চার বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।
এদিকে ,প্রাণে বাঁচতে রোহিঙ্গারা বাংলাদেশে আসার জন্য নাফ নদীর ওপারে সীমান্তের আশপাশে জড়ো হয়ে রয়েছে বলে জানা গেছে। তারা সীমান্ত পাড়ি দিয়ে টেকনাফে অনুপ্রবেশের চেষ্টা করছে বলে জানিয়েছেন সীমান্তের বাসিন্দারা। তবে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি ও কোস্টগার্ড বাহিনী। এবং বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি।
মন্তব্য করুনঃ